নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আল-হাবিব ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৪ মার্চ) বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকায় মাদ্রাসার অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের মোহতারিমা ও ইউসুফগঞ্জ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা এইচ এম মাহফুজ বিন হাবিবে’র সঞ্চালনায় এবং বাড়ি মজলিস জামে মসজিদের সাবেক খতিব ও ইমাম আলহাজ্ব হাফেজ ক্বারী নুরুল কামাল সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবপুর এলাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ ফজল মিয়া।
অনুষ্ঠানে সোনারগাঁ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (সিকা) থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও হাফেজদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে আগত অতিথিরা মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি তাদের এমন কৃতিত্বের জন্য অসংখ্য দোয়া, অভিনন্দন, ও শুভেচ্ছা জানান এবং ভবিষ্যৎ শুভ কামনা করেন ও পড়াশোনায় আরও বেশি মনোযোগী হয়ে, প্রতিষ্ঠিত হয়ে নিজেকে বিভিন্ন কল্যাণমূলক কাজের দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মাদ্রাসাসূত্রে জানা গেছে, সোনারগাঁ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (সিকা) থেকে বৃত্তি পরীক্ষায় শতভাগ পাশ ও বৃত্তিপ্রাপ্ত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছেন (১ম গ্রেড) এ ১ম শ্রেণী থেকে মোঃ মাইমুন সাজিদ ও মোঃ আবির। ২য় শ্রেণী থেকে মোঃ ইয়ামিন শেখ, ৩য় শ্রেণীর মোঃ আবিদ হাসান ও ৪র্থ শ্রেনীর মোঃ ইব্রাহিম।
জেনারেল গ্রেডে রয়েছেন ১ম শ্রেণীর মোঃ হাবিবুল্লাহ মেজবাহ, ২য় শ্রেণীর মোঃ সোয়াইল, ৩য় শ্রেণীর মোঃ জারিফ ও মোঃ হাসান খন্দকার এবং ৫ম শ্রেণীর মোঃ নাবিল আদনান নিলয়।
এছাড়াও সোনারগাঁ ক্বওমী আঞ্চলিক শিক্ষাবোর্ড ২০২৫ ইং শিক্ষাবর্ষে জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ৪র্থ শ্রেণীর মোঃ সাকিবুল হাসান, মোঃ আব্দুল্লাহ ও মোঃ ইব্রাহিম, ৫ম শ্রেণীর মোঃ জিদনী এবং এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৬ষ্ঠ শ্রেণীর মোঃ আবু জাফর ও মোঃ তানভীর আহমেদ।
আরও রয়েছেন সোনারগাঁ ক্বওমী আঞ্চলিক শিক্ষাবোর্ড ২০২৫ ইং শিক্ষাবর্ষে পুরো সোনারগাঁ থেকে জিপিএ- ৫ প্রাপ্ত মিজান জামাতে ২য় স্থান অর্জনকারী মোসাঃ রেহনুমা রোয়াইফা।
এসময় প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা মুফতি ইয়াসিন বিন হাবিবের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাঃ দেওয়ান সাহেব, সেবা হাসপাতাল ও ক্লিনিক, আলহাজ্ব রাকিব হাসান, সোনারগাঁ উপজেলা যুবদল এবং অত্র মাদ্রাসার কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।





















