চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন কলোনীতে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
গতকাল (২৯ মার্চ) রোজ শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের উদ্যোগে ভাসমান স্কুলের প্রথম শেণী থেকে সপ্তম শ্রেণির ৫৪ জন সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের উপহার বিতরণ করা হয়।১৮ জন ছেলদের মধ্যে পাঞ্জাবী পায়জামা এবং ৩৬ জন মেয়েদের স্কার্ট বিতরণ করা হয়।ঈদ উপহার পরবর্তী সকলের সাথে ইফতার করা হয়।
এ বিষয়ে চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন ” আমরা বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব করেছি এবং দেশের সর্বস্তরের বৈষম্যহীন সমাজ গড়াই আমাদের লক্ষ্যে।সে হিসেবে সমাজের অবহেলিত পথশিশুরা যাতে অন্যান্যদের মত ঈদ উদযাপন করতে পারে সেই প্রচেষ্টায় আজকের ঈদ উপহার বিতরণ। এই যে সুবিধাবঞ্চিত শিশু তারা যদি সমাজ,দেশ থেকে প্রয়োজনীয় সুবিধা পায় তাহলে তারাও একদিন দেশের সম্পদ হিসেবে গড়ে উঠবে আমাদের বিশ্বাস”
ঈদ উপহার বিতরণ কার্যক্রমে সহায়তা করেছে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিয়ে কাজ করা সংগঠন পথের পাঁচালী, এবং চবি ছাত্রদল নেতা আরিফ,সাকিব,নাজমুল,শামীম,তানভীর,জাবেদ,রুখন, শুভ, সাকিফ,সাদকিন প্রমুখ নেতৃবৃন্দ।





















