নীলফামারীর ডোমার উপজেলায় আব্দুর রাজ্জাক রাজা নামে এক সংবাদ কর্মীকে হত্যার
উদ্দেশে হাত পা ও মুখ বেঁধে নির্মম নির্যাতন করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ মুমূর্ষু
অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গত ২ এপ্রিল বুধবার রাত ১১টার দিকে ডোমার
পৌরসভার মডেল স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে দলবদ্ধভাবে তার ওপর নির্যাতন
চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ ও এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
করে। আব্দুর রাজ্জাক রাজা দৈনিক জনতা পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
আব্দুর রাজ্জাক রাজা বলেন, এক নারীর সাথে রাসেল নামে যুবকের পরকীয়ার বিষয়ে তিনি অবগত
ছিলেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে অশান্তি চলছিল। গত বুধবার রাত ১০টার দিকে মশিয়ার রহমান ও
তার ছেলেরা আব্দুর রাজ্জাক রাজাকে তাদের বাড়িতে যেতে অনুরোধ করেন। তিনি যেতে রাজি না হলে
তাকে জোরপূর্বক মোটরসাইকেলে করে নিয়ে যাওয়া হয়। সেখানে নারীর পিতা তরিকুলসহ
কয়েকজন মিলে তাকে খুঁটিতে বেঁধে মুখ বন্ধ করে বেধড়ক পেটায়। নির্যাতনে তিনি অচেতন
হয়ে পড়ে। সংবাদ পেয়ে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে
ভর্তি করে। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ
করা হয়েছে। এঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের দ্রুত
গ্রেপ্তারের দাবি জানান।
শিরোনাম
নীলফামারীতে হাত পা বেঁধে সংবাদ কর্মীকে নির্যাতন
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০১:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
- ।
- 68
জনপ্রিয় সংবাদ




















