০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে ভাইবোনের মরদেহ উদ্ধার

নওগাঁর পোরশা উপজেলায় নিজ বাড়ি থেকে নুর মোহাম্মদ ও রেজিয়া নামে ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৭ এপ্রিল (সোমবার) ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুর মোহাম্মদ ও রেজিয়া পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে-মেয়ে। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওই বাড়িতে দুই ভাইবোন বসবাস করতেন। স্থানীয়রা রোববার রাতে বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বাড়ির ভেতরে ঢুকে ২ জনের মরদেহ পায়। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তাদের মৃত্যু হয়েছে। তবে মরদেহ উদ্ধারের সময় তাদের মৃত্যুর কারণ হিসেবে তেমন কোনো আলামত পাওয়া যায়নি। তিনি আরো বলেন, তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

জনপ্রিয় সংবাদ

সুশিক্ষা ছাড়া সুনাগরিক গড়ে ওঠে না : ড. আবদুল  মঈন খান

নওগাঁর পোরশায় নিজ বাড়ি থেকে ভাইবোনের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

নওগাঁর পোরশা উপজেলায় নিজ বাড়ি থেকে নুর মোহাম্মদ ও রেজিয়া নামে ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৭ এপ্রিল (সোমবার) ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুর মোহাম্মদ ও রেজিয়া পোরশা উপজেলার তেতুলিয়া ইউনিয়নের পূর্ববাড়ি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে-মেয়ে। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক স্থানীয়দের বরাত দিয়ে জানান, ওই বাড়িতে দুই ভাইবোন বসবাস করতেন। স্থানীয়রা রোববার রাতে বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ বাড়ির ভেতরে ঢুকে ২ জনের মরদেহ পায়। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তাদের মৃত্যু হয়েছে। তবে মরদেহ উদ্ধারের সময় তাদের মৃত্যুর কারণ হিসেবে তেমন কোনো আলামত পাওয়া যায়নি। তিনি আরো বলেন, তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।