ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় কক্সবাজারেও বিক্ষোভ ও সমাবেশ করছেন শিক্ষার্থীরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা হচ্ছে না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে জোরেশোরে এ কর্মসূচি পালিত হচ্ছে।
৭ এপ্রিল, সোমবার, কক্সবাজারের ছাত্র জনতা সকাল সাড়ে এগারোটায় কক্সবাজার শহীদ দৌলত ময়দান পাবলিক হল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে।
৭ এপ্রিল, সোমবার ফিলিস্তিনি যুবকের ডাকা ‘নো ওয়ার্ক, নো স্কুল’ ‘ওয়ার্ল্ড স্টপস ফর গা’জা” কর্মসূচীর একাত্মতা প্রকাশ করেন। বিক্ষোভ মিছিলে কক্সবাজার শহর স্লোগান স্লোগানে মুখরিত করে তুলে।
বিক্ষোভ মিছিলটি কক্সবাজার শহর প্রদক্ষিন করে। কলাতলি হোটেল মোটেল জোনে বিক্ষোভ মিছিল পৌঁছালে কেএফসি, পিৎজা হাট, পানসিতে বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় তাঁদের হাতে ‘বয়কট ট্রাম্প, সেভ ফিলিস্তিন’, ‘বয়কট ইউএসএ’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
শিক্ষার্থীরা বলছেন , ‘গাজায় এমন নির্মম গণহত্যার দৃশ্য দেখার পর থেকে আর স্হির থাকতে পারছি না। আজকে বিশ্বব্যাপী কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা আমাদের ক্লাস বাতিল করেছি। আমরা ফিলিস্তিনি মানুষের মুক্তি চাই। স্বাধীন ফিলিস্তিন চাই।’
“ওয়ার্ল্ড স্টপস ফর গা’জা” কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করেছে কক্সবাজারের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এ কর্মসূচীর সাথে সংহতি জানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেনী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কক্সবাজার সিটি কলেজ। সিবিআইইউর এক বিজ্ঞপ্তিতে জানা যায়, দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গা’জা কর্মসূচীর সাথে সংহতি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ, শিক্ষার্থী ও কর্তৃপক্ষ। অন্যদিকে কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ আকতার চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ কার্যক্রমের সাথে সংহতি জানিয়ে একই দিন কলেজের শ্রেনী কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে।
শিরোনাম
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে উত্তপ্ত কক্সবাজার; কেএফসি, পিৎজা হাট, পানসিতে হামলা
-
স্টাফ রিপোর্টার, কক্সবাজার - আপডেট সময় : ০৪:২২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- ।
- 142
জনপ্রিয় সংবাদ




















