ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পক্ষে যুদ্ধে যাওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থার আহ্বান জানিয়েছেন
চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকরা। ফিলিস্তিনে যাওয়ার
জন্য বাংলাদেশের অসংখ্য মানুষ তৈরি আছে বলেও জানান তারা।সোমবার (৭ এপ্রিল) সকালে নগরের ষোলশহর
জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার পক্ষ থেকে ‘মজলুম গাজাবাসীর ডাকা বিশ্বব্যাপী হরতালে’র
সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল মাদরাসা প্রাঙ্গণ থেকে
মুরাদপুর মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ‘ইহুদিদের
আস্তানা, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’, ‘ইহুদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু
আকবর’ সহ ইসরাইলবিরোধী বিভিন্ন স্লোগান দেন।সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনি মুসলমানদের
ওপরে ইসরাইলি বর্বরোচিত হামলার কারণে গাজা নামক অঞ্চল ধুলিস্যাৎ করে দেওয়ার জন্য ইহুদিরা গভীর
ষড়যন্ত্র করছে। তারা নির্মমভাবে বর্বরোচিত হামলা করছে। এরই প্রতিবাদে ছাত্র কল্যাণ পরিষদ জিহাদি
চেতনা নিয়ে আজকের এই প্রতিবাদ সমাবেশের ব্যবস্থা করেছে।প্রশাসনের কাছে আহ্বান জানিয়ে
তারা বলেন, বাংলাদেশ প্রশাসনের কাছে আমরা আহ্বান রাখছি, ফিলিস্তিনে যাওয়ার জন্য বাংলাদেশের
অসংখ্য মানুষ তৈরি আছে। অতি শিগগিরই বাংলাদেশ থেকে মুজাহিদ বাহিনী ফিলিস্তিনে যাওয়ার
জন্যে, মুসলমানদের পক্ষে জিহাদ করতে যাওয়ার জন্য ব্যবস্থা যেন রাষ্ট্রীয়ভাবে করে দেওয়া হয়।বক্তারা আরও বলেন,
একটি কথা স্পষ্ট জানাতে চাই, আমরা মুসলমান। পৃথিবীর যেকোনো প্রান্তে, যেকোনো মুসলমানের
ওপরে অন্যায়ভাবে হামলা আসবে যখন যেভাবে প্রতিবাদ করতে হয় আমরা তা করবো, লড়াই করবো। আজ বড়
দুঃখ এবং পরিতাপের সঙ্গে বলতে হয়, আমরা যারা মুসলমানের পক্ষে জিহাদি চেতনা নিয়ে ফেসবুকে পোস্ট
করছি, বিভিন্ন বক্তব্য-প্রতিবাদ করছি, তথাকথিত মুসলমান নামধারীরা জিহাদের বিরুদ্ধে বিষোদাগার
করছে। ইহুদির দালালেরা প্রকাশ্যে দালালি করছে।উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে আজ
(সোমবার) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে নিপীড়িত গাজাবাসী। গণহত্যা বন্ধের
দাবিতে বিশ্বের সব দেশে একযোগে ‘নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি অর্থাৎ সব ধরনের
শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তারা। এরই অংশ
হিসেবে আজ সারাদেশে এই কর্মসূচি পালনে সড়কে নেমেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-
শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।
শিরোনাম
গাজায় যুদ্ধে যাওয়ার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থার আহ্বান
-
চট্টগ্রাম ব্যুরো - আপডেট সময় : ০৫:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
- ।
- 54
জনপ্রিয় সংবাদ





















