জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামী বাবু’র বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সর্বস্তরের জনসাধারনের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এর আগে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধরা।
এতে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লা, সহ-সভাপতি রাশেদুজ্জামান সোনামিয়া, ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, সেচ্ছাসেবক দলের আহবায়ক আনার আলীসহ নিহত সাংবাদিক নাদিমের স্বজন ও স্থানীয়রা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময় বাবু’র চাঁদাবাজি, শালিসি বানিজ্য, নিয়োগ বানিজ্য ও অন্যায়- অত্যাচারের জন্য অতিষ্ঠ থাকতো পুরো ইউনিয়ন। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে দুইটি নাশকতার মামলা হলেও তাকে গ্রেপ্তার করছে না পুলিশ। উল্টো এখনো মানুষকে নানাভাবে হয়রানিসহ ভয়ভীতি দেখাচ্ছে বাবু ও তার লোকজন। তাই অতিদ্রুত বাবুকে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করার দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তারা।
উল্লখ্য, গত ২০২৩ সালের ১৪ জুন রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় বাবু চেয়ারম্যানের নেতৃত্বে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের উপর হামলা করে দূর্বৃত্তরা। এরপর ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান তিনি।






















