ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে কক্সবাজার শহরের পর্যটন জোন কলাতলীতে ‘ইজরায়েলি পণ্যের সাইন বোর্ড’ থাকার অভিযোগ তুলে বিভিন্ন প্রতিষ্ঠানে ভাংচুরের ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি মামলা হয়েছে।
ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শহরের একটি আস্তানায় অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। গ্রেফতার যুবকের নাম মো. হাশিম (২৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়ার আবদুল হকের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রেস্তোরাঁয় হামলাকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ পর্যালোচনা করে হাশিম নামের একজনকে আটক করা হয়েছে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল থেকে কক্সবাজার শহরের পর্যটন জোন কলাতলীতে ‘ইজরায়েলি পণ্যের সাইন বোর্ড’ থাকার অভিযোগ তুলে বিভিন্ন প্রতিষ্ঠানে ভাংচুরের ঘটনায় মঙ্গলবার পানসি রেস্তোঁরার মালিক নুরুল আলম চৌধুরী বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আসামির সংখ্যা ৩ শত জন।
কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল জানান, ইজরায়েলি পণ্য রাখার অজুহাতে কেএফসি, পিৎজা হাটের পাশাপাশি কাঁচা লংকা, পানসি রেস্টুরেন্ট এবং মেরিন ফুড রেস্টুরেন্টে ভাঙচুর চালানো হয়। এসময় কাঁচ লেগে কয়েকজন পর্যটক আহত হন। এছাড়া কলাতলীর মোড় থেকে পর্যটন জোনের যেখানে এমন সাইনবোর্ড ছিল তার সব কয়েকটি ভাংচুর চালানো হয়।






















