১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
প্রস্তুতিতে বাধা, হামলা

মঞ্চ ভাঙচুর, ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠান বাতিল

 

 

 

 চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ডিসি হিলে ঐতিহ্যবাহী নববর্ষের অনুষ্ঠানের প্রস্তুতিকালে হামলার ঘটনা ঘটেছে। সময় অনুষ্ঠান উপলক্ষ্যে নির্মিত মঞ্চ ভাঙচুর করা হয়। এছাড়া ছিঁড়ে ফেলা হয় ব্যানারও। এদিকে, হামলাচেষ্টার অভিযোগে জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিসি হিলের নজরুল স্কয়ারে অনুষ্ঠানস্থলে হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলাচেষ্টাকারীরা অনুষ্ঠানের আয়োজকদেরফ্যাসিবাদের দোসরবলে দাবি করেছে।

সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনুমানিক ৩০ থেকে ৪০ জনের মতো ছেলেমেয়ে এসেস্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধানস্লোগান দিচ্ছিল। একপর্যায়ে তাদের উগ্রতা দেখে আমরা একপাশে সরে দাঁড়াই। এরপর তারা ডেকারেশনের কাপড় ছিঁড়ে ফেললো এবং মঞ্চের পেছনের কাপড়ও ছিঁড়ে ফেলে। হামলার পর পুলিশ সদস্যরা এসেছেন। আগামীকাল অনুষ্ঠান করার মতো অবস্থা এখন আর নেই।তিনি বলেন, ‘আমি শুনেছি, আমরা যখন ডিসি অফিসে মিটিং করেছিলাম ওইদিন ওখানে যারা উপস্থিত ছিল তাদের কয়েকজন হামলার সময়ও ছিলো। ব্যাকস্টেজের ডিজাইন তারা ছিঁড়ে ফেলে দিয়েছে। আগামীকালের অনুষ্ঠান আমরা বাতিল করছি। কারণ রিস্ক নেওয়া যাবে না। আগামীকাল যে এমনটা ঘটবে না তার গ্যারান্টি কি?’জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, ‘আমরা ঘটনায় জনকে আটক করেছি। তারা দাবি করেছে, নববর্ষের অনুষ্ঠানটি ফ্যাসিস্টের দোসররা আয়োজন করছে। তাদেরকে থানায় নেওয়া হয়েছে।’ 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে কেউ আহত হয়নি। কেবল ব্যানার ছিঁড়েছে। তবে মূল মঞ্চের কিছু হয়নি। ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

জনপ্রিয় সংবাদ

প্রস্তুতিতে বাধা, হামলা

মঞ্চ ভাঙচুর, ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠান বাতিল

আপডেট সময় : ১০:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫

 

 

 

 চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ডিসি হিলে ঐতিহ্যবাহী নববর্ষের অনুষ্ঠানের প্রস্তুতিকালে হামলার ঘটনা ঘটেছে। সময় অনুষ্ঠান উপলক্ষ্যে নির্মিত মঞ্চ ভাঙচুর করা হয়। এছাড়া ছিঁড়ে ফেলা হয় ব্যানারও। এদিকে, হামলাচেষ্টার অভিযোগে জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিসি হিলের নজরুল স্কয়ারে অনুষ্ঠানস্থলে হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলাচেষ্টাকারীরা অনুষ্ঠানের আয়োজকদেরফ্যাসিবাদের দোসরবলে দাবি করেছে।

সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনুমানিক ৩০ থেকে ৪০ জনের মতো ছেলেমেয়ে এসেস্বৈরাচারের দোসরেরা, হুঁশিয়ার সাবধানস্লোগান দিচ্ছিল। একপর্যায়ে তাদের উগ্রতা দেখে আমরা একপাশে সরে দাঁড়াই। এরপর তারা ডেকারেশনের কাপড় ছিঁড়ে ফেললো এবং মঞ্চের পেছনের কাপড়ও ছিঁড়ে ফেলে। হামলার পর পুলিশ সদস্যরা এসেছেন। আগামীকাল অনুষ্ঠান করার মতো অবস্থা এখন আর নেই।তিনি বলেন, ‘আমি শুনেছি, আমরা যখন ডিসি অফিসে মিটিং করেছিলাম ওইদিন ওখানে যারা উপস্থিত ছিল তাদের কয়েকজন হামলার সময়ও ছিলো। ব্যাকস্টেজের ডিজাইন তারা ছিঁড়ে ফেলে দিয়েছে। আগামীকালের অনুষ্ঠান আমরা বাতিল করছি। কারণ রিস্ক নেওয়া যাবে না। আগামীকাল যে এমনটা ঘটবে না তার গ্যারান্টি কি?’জানতে চাইলে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, ‘আমরা ঘটনায় জনকে আটক করেছি। তারা দাবি করেছে, নববর্ষের অনুষ্ঠানটি ফ্যাসিস্টের দোসররা আয়োজন করছে। তাদেরকে থানায় নেওয়া হয়েছে।’ 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে কেউ আহত হয়নি। কেবল ব্যানার ছিঁড়েছে। তবে মূল মঞ্চের কিছু হয়নি। ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।