কবিতা গান নৃত্য, কথামালা, বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, গ্রামিন পণ্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কক্সবাজারে অনুষ্ঠিত হলো নববর্ষ বরণ ১৪৩২ বঙ্গাব্দ।
পহেলা বৈশাখ, সোমবার, সকাল সাড়ে আটটায়, কক্সবাজার শহীদ দৌলত ময়দান ( পাবলিক হল মাঠ বটতলে), পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ এসো এসো গানটির মধ্যে শুরু হয় নববর্ষ বরণ ১৪৩২ বঙ্গাব্দ। সকাল ৯টায় কক্সবাজার শহর প্রদক্ষিণ করে বর্ণাঢ্য আনন্দ শুভযাত্রা। শতশত নারী পুরুষ শিশু কিশোর বর্ণিল সাজে বাধ্য বাজনার তালে তালে নেচে গেয়ে আনন্দ শোভাযাত্রাকে নতুন মাত্রায় যুক্ত করে। সাড়ে নয়টায় শুরু হয় কক্সবাজারে সাংস্কৃতিক সংগঠন সমুহের সাংস্কৃতিক পরিবেশনা।
সিমুনিয়া খেলাঘর আসর, ঝিনুকমালা খেলাঘর আসর, সাগরিকা খেলাঘর আসর, উদীচী শিল্পী গোষ্ঠী কক্সবাজার জেলা সংসদ, সত্যেনসেন শিল্পী গোষ্ঠী কক্সবাজার জেলা সংসদ, রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদ, দরিয়া নগর সাংস্কৃতিক কেন্দ্র, জাসাস,আবছার হাব, ছাইলোক, রুপক, দয়া, ধ্রুবতারা, স্মল আর্ট।
বাংলা নববর্ষ যেমন সুর ও সংগীতের, মেলা ও মিলনের, আনন্দ অবগাহনের, তেমনিই সাহস ও সংকল্পের। নতুন প্রতিজ্ঞা ও প্রত্যাশায় বুক বেঁধে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ পরমতসহিষ্ণুতা, সদ্ভাব, ভ্রাতৃত্ববোধ এবং বিবেক ও মনুষ্যত্বের দীক্ষা দিয়ে যায় আমাদের। তাই তো আমরা বলে উঠি- ‘প্রাণে প্রাণে লাগুক শুভ কল্যাণের দোলা, নব আনন্দ বাজুক প্রাণে’। আজ ‘মুছে যাক গস্নানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’।
পহেলা বৈশাখ উদযাপন পরিষদের আহবায়ক আশরাফুল হুদা সিদ্দিকী জামশেদ বলেন, পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নেয়াই মানুষের সহজাত প্রবণতা। এই প্রবণতা বাঙালির মধ্যেও রয়েছে। বাঙালি সংস্কৃতির ইতিহাস হাজার বছরের। আর বাঙালির জীবনে সবচেয়ে বড় অসাম্প্রদায়িক সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। সমৃদ্ধ এই সংস্কৃতির সঙ্গে বর্ষবরণ উৎসব নিবিড়ভাবে জড়িত।
অর্থ উপকমিটির আহবায়ক, সত্যেনসেন শিল্পী গোষ্ঠী সভাপতি খোরশেদ আলম বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্যে লালিত অসাম্প্রদায়িক সার্বজনীন সর্ববৃহৎ উৎসব বাংলা নববর্ষ। সাংস্কৃতিক উপ পরিষদের আহবায়ক খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য উৎপলা বড়ুয়া বলেন, বর্ষবরণ মূলত সাংস্কৃতিক কর্মীদের একটি প্রাণের মেলা এই মেলাতে ঘিরে অনুষ্ঠান সাজানোর আলোকে আমরা মাসব্যাপী মহড়া করি আর পূর্ণাঙ্গ রূপ সম্মিলিত বর্ষবরণেরই সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিরোনাম
কক্সবাজার পাবলিক হল মাঠে সম্মিলিত আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ষ বরণ ১৪৩২
-
স্টাফ রিপোর্টার, কক্সবাজার - আপডেট সময় : ০৬:৩৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- ।
- 197
জনপ্রিয় সংবাদ






















