চট্টগ্রাম নগরের সিআরবির গোয়ালপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি বসতঘর পুড়ে গেছে। এতে কোনো হতাহত না থাকলেও পুড়ে ছাই হয়েছে ওইসব ঘরের আসবাবপত্র। ফায়ার সার্ভিস বলছে, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে ১৬ লাখ টাকার। এছাড়া, ৪৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোরে এ আগুনের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আগুন নির্বাপণ করা হয়।জানা গেছে, আগুনে ওই এলাকার প্রায় ২৫টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ওইসব ঘর থেকে কোনো আসবাবপত্রই বের করতে পারেননি তারা। আরও জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীর প্রবেশপত্র ও বইখাতা পুড়ে গেছে।ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত একজন অপারেটর জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন স্টেশন থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং ৪৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।






















