০২:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় বন কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন

বন বিভাগের উথুরা রেঞ্জের আঙ্গারগাড়া বিট কর্মকর্তা মো. মাজহারুল হকের
বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতিসহ এলাকার মানুষের নামে বন আইনে মিথ্যা
মামলার প্রতিবাদ জানিয়ে তার শাস্তির দাবিতে ভালুকায় এক মানববন্ধন
অনুষ্ঠিত হয়েছে। এলাকার ভুক্তভোগী জনসাধারণ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে
উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আখালিয়া বাজার আঙ্গারগাড়া বিট
অফিসের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ঘন্টাব্যাপী চলা ওই
মানববন্ধনে বিভিন্ন বয়সের প্রায় কয়েকশো মানুষ এতে অংশ নেন। ওই
মানববন্ধনে বিট কর্মকর্তা মাজহারুলের কৃতকর্মের শাস্তির দাবি জানিয়ে
বক্তব্য রাখেন, ধনু তালুকদার, সাইফুল ইসলাম, আশিক তালুকদার, বিল্লাল
হোসেন, আবুল কাশেম ও তারেক আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, বিট কর্মকর্তা মাজহারুল এলাকার নিরীহ মানুষকে মিথ্যা মামলা
দিয়ে হয়রানি করে আসছে। বাড়ি ভেঙ্গে বাড়ি করতে গেলে তাকে ঘুষ দিতে হয়
মোটা অঙ্কের। না দিলে মামলা দিয়ে হয়রানি করে। সুফল বনায়নের পাহারাদার
আবুল কাশেমের কাছ থেকে মোবাইল সিম নিয়ে তার বেতনের টাকা উঠিয়ে
আত্মসাত করছে। এ ছাড়া গজারগাছ, বাঁশসহ বিভিন্ন প্রজাতির বনজ
গাছপালা প্রতিদিনই ট্রাক যোগে পাচার হচ্ছে। বিট কর্মকর্তার গাফিলতির
কারনে বার বার বনের ভিতরে আগুন লাগছে। বনভূমি থেকে দিনদুপুরে মাটি
কেটে নিয়ে যাচ্ছে। আঙ্গারগাড়া বিট এলাকায় অবৈধ বহু কড়াতকল চললেও নেই
বন্ধের কোনো উদ্যোগ।

জনপ্রিয় সংবাদ

ভালুকায় বন কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০১:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

বন বিভাগের উথুরা রেঞ্জের আঙ্গারগাড়া বিট কর্মকর্তা মো. মাজহারুল হকের
বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতিসহ এলাকার মানুষের নামে বন আইনে মিথ্যা
মামলার প্রতিবাদ জানিয়ে তার শাস্তির দাবিতে ভালুকায় এক মানববন্ধন
অনুষ্ঠিত হয়েছে। এলাকার ভুক্তভোগী জনসাধারণ বুধবার (১৬ এপ্রিল) দুপুরে
উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আখালিয়া বাজার আঙ্গারগাড়া বিট
অফিসের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ঘন্টাব্যাপী চলা ওই
মানববন্ধনে বিভিন্ন বয়সের প্রায় কয়েকশো মানুষ এতে অংশ নেন। ওই
মানববন্ধনে বিট কর্মকর্তা মাজহারুলের কৃতকর্মের শাস্তির দাবি জানিয়ে
বক্তব্য রাখেন, ধনু তালুকদার, সাইফুল ইসলাম, আশিক তালুকদার, বিল্লাল
হোসেন, আবুল কাশেম ও তারেক আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, বিট কর্মকর্তা মাজহারুল এলাকার নিরীহ মানুষকে মিথ্যা মামলা
দিয়ে হয়রানি করে আসছে। বাড়ি ভেঙ্গে বাড়ি করতে গেলে তাকে ঘুষ দিতে হয়
মোটা অঙ্কের। না দিলে মামলা দিয়ে হয়রানি করে। সুফল বনায়নের পাহারাদার
আবুল কাশেমের কাছ থেকে মোবাইল সিম নিয়ে তার বেতনের টাকা উঠিয়ে
আত্মসাত করছে। এ ছাড়া গজারগাছ, বাঁশসহ বিভিন্ন প্রজাতির বনজ
গাছপালা প্রতিদিনই ট্রাক যোগে পাচার হচ্ছে। বিট কর্মকর্তার গাফিলতির
কারনে বার বার বনের ভিতরে আগুন লাগছে। বনভূমি থেকে দিনদুপুরে মাটি
কেটে নিয়ে যাচ্ছে। আঙ্গারগাড়া বিট এলাকায় অবৈধ বহু কড়াতকল চললেও নেই
বন্ধের কোনো উদ্যোগ।