ভালুকায় সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষিকাসহ দুইজন নিহত হয়েছেন। ঘটনাটি শুক্রবার (১৮ এপ্রিল) ভালুকা-গফরগাঁও আঞ্চলিক সড়কের উপজেলার গোয়ারী গ্রামের নন্দীবাড়ি নামকস্থানে ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায়, এদিন বেলা ১১টার দিকে গফরগাঁওগামী একটি সিএনজি ওই সড়কের উল্লেখিত স্থানে পৌছলে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উপজেলার পূর্বভালুকা গ্রামের আজগর আলীর ছেলে প্রাইমারী স্কুলের দপ্তরী লাল মিয়া (৩২) নিহত হন। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়। পরে মূমুর্ষ অবস্থায় স্কুল শিক্ষিকা রোকেয়া আক্তারকে (৫০) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহত রোকেয়া আক্তার পূর্বভালুকা গ্রামের সুর্যত আলীর স্ত্রী। এদিকে সিএনজি চালক রোমান মিয়া, সিএনজির যাত্রী নিহত লাল মিয়ার স্ত্রী তাছলিমা আক্তার ও জোছনা বেগম গুরুতর আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, ঘটনাটি জানতে পেরে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন।
ওসি শামছুল হুদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনায় দুইজন নিহতসহ তিনজন আহত হয়েছেন।
শিরোনাম
ভালুকায় সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষিকাসহ দুইজন নিহত
-
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় : ০৮:২১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- ।
- 179
জনপ্রিয় সংবাদ






















