সিরাজগঞ্জে রায়গঞ্জের ১৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মানে অনিয়মের অভিযোগ উঠেছে মিম কনস্ট্রাকশনের বিরুদ্ধে । ২০২৪- ২০২৫ অর্থ বছরে রায়গঞ্জ উপজেলায় ১৭ টি বিদ্যালয়ের কার্যাদেশ পায় মিম কনস্ট্রাকশন। শ্রীরামের পাড়া, কয়ড়া, রান্ডিলা বাহাদুর, বামনভাগ, গোথগাঁতী, কালিয়াবাড়ী, বেতুয়া,ঝাপড়া চকভিরাম, বিশ্বাসপাড়া, বাশুরিয়া,হারণী, আগারু,পূর্বমধুরাপুর, চকদাদের পাড়া,নৈপাড়া, দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লকের নির্মান কাজ চলমান। সরেজমিনে,বাশুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ছাদে নাম মাত্র ডোমারের বালু ব্যবহার করা হলেও লিল্টনের ডালাইয়ে মেঘাই ঘাটের যমুনার বালু দিয়ে কাজ করা হচ্ছে। কয়ড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম বলেন, ৩ নং ইটের খোয়া এক গাড়ি ফেরত দেওয়া হয়েছে। বিশ্বাসপাড়া বিদ্যালয়ের কাজের অবস্থা প্রায় একই রকম। ফিটিংস লিরা কোম্পানির, সোকালের গভীরতা ৮ ফুট, সেপটি ট্যাংকের গভীরতা ১০ ফুট প্রস্থ ৮ ফুট। শ্রীরামের পাড়ার বাসিন্দা সুলতান মাহমুদ সুজন বলেন, ঠিকাদার শিপনকে বার বার বলার পরও নিম্নমানের কাজ করছে । মিম কনস্ট্রাকশনের স্বত্বাধীকারি শিপন মুঠোফোনে বলেন কাজের অনিয়ম হচ্ছে না, আমি কাউকে পরোয়া করি না। এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান বলেন, আমার জানা মতে ওয়াশ ব্লক নির্মানে কোন অনিয়ম হচ্ছে না।
শিরোনাম
রায়গঞ্জে ওয়াশ ব্লক নির্মান কাজে অনিয়মের অভিযোগ
-
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
- ।
- 93
জনপ্রিয় সংবাদ






















