০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ধানক্ষেত থেকে অটো চালকের লাশ উদ্ধার

শেরপুর সদর উপজেলার মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের রাস্তার পাশের ধানক্ষেত থেকে আব্দুল লতিফ (৪৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত লতিফ উপজেলার বাজিদখিলা ইউনিয়নের কুমরি কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে রাস্তার পাশের ধানক্ষেতে লাশটি দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

পুলিশ বলছে, মৃত ব্যক্তির গলায় রশি পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। মৃতের পরিবার লাশটি শনাক্ত করেছে।

জনপ্রিয় সংবাদ

ধানক্ষেত থেকে অটো চালকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:৫৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

শেরপুর সদর উপজেলার মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের রাস্তার পাশের ধানক্ষেত থেকে আব্দুল লতিফ (৪৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত লতিফ উপজেলার বাজিদখিলা ইউনিয়নের কুমরি কাটাজান গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে রাস্তার পাশের ধানক্ষেতে লাশটি দেখে পুলিশে খবর দেওয়া হয়। পুরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

পুলিশ বলছে, মৃত ব্যক্তির গলায় রশি পেঁচানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। মৃতের পরিবার লাশটি শনাক্ত করেছে।