০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ – শ্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ শ্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা মিছিল করেছে উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ব্যানারে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টার দিকে কাঁচপুর নয়াবাড়ি অংশে এই মিছিল করে তারা।

৫ আগস্ট পরবর্তী সোনারগাঁয়ে এই প্রথম প্রকাশ্যে আওয়ামী লীগের ব্যানারে কোনো কর্মসূচি করতে দেখা গেছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি অস্পষ্ট হওয়ায় বিক্ষোভকারীদের কাউকে চেনা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে ছাত্রলীগ এই মিছিল করেছে।

বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) আসিফ ইমাম।

তিনি বলেন, আজ সোমবার সকালে আওয়ামী লীগের ব্যানারে ছাত্রলীগ একটি মিছিল করেছে। ভিডিও ঘোলাটে হওয়ায় কাউকে শ্বনাক্ত করা যাচ্ছে না। আমরা তাদের শ্বনাক্তে এরইমধ্যে মাঠে নেমেছি। তাদের আটকের চেষ্টা চলছে।

এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, গত ৫ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যম ‘টেলিগ্রাম’-এ সংলাপ অনুষ্ঠিত হয়। তার নির্দেশনা অনুসারে আজ সকালে কাঁচপুরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ব্যানারে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ মিছিল করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, একদল নেতাকর্মী ব্যানার নিয়ে কাঁচপুর এলাকায় বিক্ষোভ করছেন। বিক্ষোভ মিছিলে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’ ‘শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ হাসবে’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের কেউ কথা বলতে রাজি হননি। তবে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের নির্দেশনা ছিল মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না। এ কারণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপরিচিত মুখের নেতাকর্মীদের দিয়ে মিছিল করানো হয়েছে।’

এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছে বলে শুনেছি। সকালের দিকে হওয়ায় সে সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর রয়েছে।

অপরদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বিএনপির নেতৃবৃন্দ।

তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগকে দিয়ে আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠতে চাইলেও তাদের স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সোনারগাঁ থানা বিএনপি তাদের প্রতিহত করতে সবসময় প্রস্তুত আছে।

জনপ্রিয় সংবাদ

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ – শ্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আপডেট সময় : ০৫:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫

‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ শ্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঝটিকা মিছিল করেছে উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ব্যানারে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টার দিকে কাঁচপুর নয়াবাড়ি অংশে এই মিছিল করে তারা।

৫ আগস্ট পরবর্তী সোনারগাঁয়ে এই প্রথম প্রকাশ্যে আওয়ামী লীগের ব্যানারে কোনো কর্মসূচি করতে দেখা গেছে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি অস্পষ্ট হওয়ায় বিক্ষোভকারীদের কাউকে চেনা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে ছাত্রলীগ এই মিছিল করেছে।

বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) আসিফ ইমাম।

তিনি বলেন, আজ সোমবার সকালে আওয়ামী লীগের ব্যানারে ছাত্রলীগ একটি মিছিল করেছে। ভিডিও ঘোলাটে হওয়ায় কাউকে শ্বনাক্ত করা যাচ্ছে না। আমরা তাদের শ্বনাক্তে এরইমধ্যে মাঠে নেমেছি। তাদের আটকের চেষ্টা চলছে।

এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, গত ৫ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যম ‘টেলিগ্রাম’-এ সংলাপ অনুষ্ঠিত হয়। তার নির্দেশনা অনুসারে আজ সকালে কাঁচপুরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের ব্যানারে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগ মিছিল করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, একদল নেতাকর্মী ব্যানার নিয়ে কাঁচপুর এলাকায় বিক্ষোভ করছেন। বিক্ষোভ মিছিলে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে’ ‘শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ হাসবে’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের কেউ কথা বলতে রাজি হননি। তবে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের নির্দেশনা ছিল মিছিলে পরিচিত কোনো মুখ থাকবে না। এ কারণে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অপরিচিত মুখের নেতাকর্মীদের দিয়ে মিছিল করানো হয়েছে।’

এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছে বলে শুনেছি। সকালের দিকে হওয়ায় সে সময় রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর রয়েছে।

অপরদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে বিএনপির নেতৃবৃন্দ।

তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগকে দিয়ে আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠতে চাইলেও তাদের স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সোনারগাঁ থানা বিএনপি তাদের প্রতিহত করতে সবসময় প্রস্তুত আছে।