০৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কাশ্মিরে হামলার দায় নেওয়া ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ আসলে কারা?

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুক হামলা চালিয়ে ২৬ জনকে হত্যার দায় স্বীকার করেছে সেখানকার স্বল্প পরিচিত বিচ্ছিন্নতাবাদী একটি বিদ্রোহী গোষ্ঠী। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামের এই গোষ্ঠীর বিষয়ে অতীত কর্মকাণ্ডের বিষয়ে তেমন কোনও তথ্য পাওয়া না গেলেও ২০০৮ সালের মুম্বাই হামলার পর ভারতে সবচেয়ে প্রাণঘাতী হামলার দায় স্বীকার করে আলোচনায় এসেছে গোষ্ঠীটি।

দিল্লি-ভিত্তিক থিংক ট্যাঙ্ক প্রতিষ্ঠান সাউথ এশিয়া টেররিজম পোর্টালের তথ্য অনুযায়ী, কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী টিআরএফের আত্মপ্রকাশ ঘটে ২০১৯ সালে। টিআরএফকে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইয়্যেবার (এলইটি) অনুসারী হিসেবে মনে করা হয়।ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনের বিভিন্ন ফোরামে কাশ্মির রেজিস্ট্যান্স নাম ব্যবহার করেছে টিআরএফ। মঙ্গলবার ভারত-অধিকৃত কাশ্মিরের পেহেলগামে হামলার দায় স্বীকার করেছে তারা।লস্কর-ই-তইয়্যেবা যুক্তরাষ্ট্রের নিষিদ্ধঘোষিত বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ের বহুল আলোচিত তিন দিনের প্রাণঘাতী হামলাসহ ভারত ও পশ্চিমা বিশ্বের বিভিন্ন জায়গায় হামলার ষড়যন্ত্রের সঙ্গে এই দলটির জড়িত থাকার অভিযোগ আছে।

সাউথ এশিয়া টেররিজম পোর্টালের প্রধান আজাই সাহনি বলেছেন, টিআরএফ মূলত লস্কর-ই-তইয়্যেবার একটি শাখা। গত কয়েক বছরে এসব গোষ্ঠী তৈরি করা হয়েছে। বিশেষ করে পাকিস্তান যখন ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) চাপে ছিল এবং তারা জম্মু ও কাশ্মিরে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকারের চেষ্টা করছিল, তখন এসব গোষ্ঠীর জন্ম হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্ব ধারণ করতে হবে: আসিফ নজরুল

কাশ্মিরে হামলার দায় নেওয়া ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ আসলে কারা?

আপডেট সময় : ০৯:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুক হামলা চালিয়ে ২৬ জনকে হত্যার দায় স্বীকার করেছে সেখানকার স্বল্প পরিচিত বিচ্ছিন্নতাবাদী একটি বিদ্রোহী গোষ্ঠী। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামের এই গোষ্ঠীর বিষয়ে অতীত কর্মকাণ্ডের বিষয়ে তেমন কোনও তথ্য পাওয়া না গেলেও ২০০৮ সালের মুম্বাই হামলার পর ভারতে সবচেয়ে প্রাণঘাতী হামলার দায় স্বীকার করে আলোচনায় এসেছে গোষ্ঠীটি।

দিল্লি-ভিত্তিক থিংক ট্যাঙ্ক প্রতিষ্ঠান সাউথ এশিয়া টেররিজম পোর্টালের তথ্য অনুযায়ী, কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী টিআরএফের আত্মপ্রকাশ ঘটে ২০১৯ সালে। টিআরএফকে পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইয়্যেবার (এলইটি) অনুসারী হিসেবে মনে করা হয়।ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনের বিভিন্ন ফোরামে কাশ্মির রেজিস্ট্যান্স নাম ব্যবহার করেছে টিআরএফ। মঙ্গলবার ভারত-অধিকৃত কাশ্মিরের পেহেলগামে হামলার দায় স্বীকার করেছে তারা।লস্কর-ই-তইয়্যেবা যুক্তরাষ্ট্রের নিষিদ্ধঘোষিত বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ের বহুল আলোচিত তিন দিনের প্রাণঘাতী হামলাসহ ভারত ও পশ্চিমা বিশ্বের বিভিন্ন জায়গায় হামলার ষড়যন্ত্রের সঙ্গে এই দলটির জড়িত থাকার অভিযোগ আছে।

সাউথ এশিয়া টেররিজম পোর্টালের প্রধান আজাই সাহনি বলেছেন, টিআরএফ মূলত লস্কর-ই-তইয়্যেবার একটি শাখা। গত কয়েক বছরে এসব গোষ্ঠী তৈরি করা হয়েছে। বিশেষ করে পাকিস্তান যখন ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) চাপে ছিল এবং তারা জম্মু ও কাশ্মিরে সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকারের চেষ্টা করছিল, তখন এসব গোষ্ঠীর জন্ম হয়েছে।