১২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাহমুদুর রহমানসহ আমার দেশ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকাটির কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেন স্থানীয় গণমাধ্যমকর্মী, পাঠকসহ সচেতন নাগরিকরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আমার দেশ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি আবু মুসা বিশ্বাস। এতে বক্তব্য দেন রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আই ও দৈনিক বাংলার প্রতিনিধি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, সহসভাপতি, আরটিভি ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি এম মনিরুজ্জামান, ক্রীড়া সম্পাদক ও সোনালী বার্তার প্রতিনিধি আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও আমাদের সময়ের প্রতিনিধি সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের প্রতিনিধি রুবেলুর রহমান, গোয়ালন্দ প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক জনকণ্ঠের সংবাদদাতা শহিদুল ইসলাম, দৈনিক ইনকিলাবের নজরুল ইসলাম, আনন্দ টেলিভিশন ও আলোকিত বাংলাদেশের প্রতিনিধি কামাল হোসেন, আমার দেশের গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, পাংশা প্রতিনিধি এমএ জিন্নাহ, বালিয়াকান্দি প্রতিনিধি পারভেজ মিয়া, কালুখালী প্রতিনিধি ফজলুল হকসহ অনেকেই।

বক্তারা অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় মেঘনা গ্রুপ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এসব দুর্নীতির খবর আমার দেশ পত্রিকায় প্রকাশিত হলে গ্রুপটির চেয়ারম্যান মোস্তফা কামাল আতঙ্কিত হয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বক্তারা মাহমুদুর রহমানকে একজন নির্ভীক ও আপসহীন সাংবাদিক হিসেবে উল্লেখ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে দুর্নীতিবাজ রাজনীতিক, আমলা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কলম ধরেছেন, যার মূল্য এখন তাকে ষড়যন্ত্রের মাধ্যমে দিতে হচ্ছে।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবি জানান এবং তার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

মাহমুদুর রহমানসহ আমার দেশ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

আপডেট সময় : ১০:১৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকাটির কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেন স্থানীয় গণমাধ্যমকর্মী, পাঠকসহ সচেতন নাগরিকরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আমার দেশ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি আবু মুসা বিশ্বাস। এতে বক্তব্য দেন রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল আই ও দৈনিক বাংলার প্রতিনিধি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, সহসভাপতি, আরটিভি ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি এম মনিরুজ্জামান, ক্রীড়া সম্পাদক ও সোনালী বার্তার প্রতিনিধি আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও আমাদের সময়ের প্রতিনিধি সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের প্রতিনিধি রুবেলুর রহমান, গোয়ালন্দ প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক জনকণ্ঠের সংবাদদাতা শহিদুল ইসলাম, দৈনিক ইনকিলাবের নজরুল ইসলাম, আনন্দ টেলিভিশন ও আলোকিত বাংলাদেশের প্রতিনিধি কামাল হোসেন, আমার দেশের গোয়ালন্দ প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, পাংশা প্রতিনিধি এমএ জিন্নাহ, বালিয়াকান্দি প্রতিনিধি পারভেজ মিয়া, কালুখালী প্রতিনিধি ফজলুল হকসহ অনেকেই।

বক্তারা অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় মেঘনা গ্রুপ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এসব দুর্নীতির খবর আমার দেশ পত্রিকায় প্রকাশিত হলে গ্রুপটির চেয়ারম্যান মোস্তফা কামাল আতঙ্কিত হয়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বক্তারা মাহমুদুর রহমানকে একজন নির্ভীক ও আপসহীন সাংবাদিক হিসেবে উল্লেখ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে দুর্নীতিবাজ রাজনীতিক, আমলা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কলম ধরেছেন, যার মূল্য এখন তাকে ষড়যন্ত্রের মাধ্যমে দিতে হচ্ছে।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবি জানান এবং তার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।