চট্টগ্রাম নগরীতে নিজ বাসায় তানজিনা বেগম (২৩) নামে এক পোশাক কারখানার শ্রমিকের
মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ১২টার দিকে পতেঙ্গা থানাধীন
স্টিলমিল খালপাড় এলাকার চেয়ারম্যান গলির একটি বাসায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে
মৃতের স্বামী পলাতক। পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার পর
পালিয়ে গেছে স্বামী।তানজিনা বেগমের বাড়ি নেত্রকোনা জেলার নান্দাইল উপজেলায় হলেও চাকরির
সুবাদে চট্টগ্রামের বাসায় থাকতেন।প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, পতেঙ্গা খালপাড় এলাকায়
একটি বাড়ির নিচতলায় স্বামী ও ভাইসহ ভাড়া থাকতেন তানজিনা বেগম। তারা সবাই পোশাক
কারখানায় চাকরি করতেন। রাতে তানজিনার ভাই বাসায় এসে তালা দেওয়া দেখে আরেক ভাইয়ের
কাছ থেকে চাবি এনে বাসায় ঢোকেন। এ সময় তানজিনাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে
তারা পুলিশকে খবর দেন। গভীর রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।পতেঙ্গা থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে সুরতহাল শেষে
ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই পোশাক
শ্রমিককে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে ওই
তার স্বামী পলাতক রয়েছে। আমরা ধারণা করছি, পারিবারিক বিরোধ নিয়ে স্ত্রীকে হত্যার পর
স্বামী পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করছেনে।’
শিরোনাম
নিজ বাসা থেকে পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার
-
চট্টগ্রাম ব্যুরো - আপডেট সময় : ০৯:০০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
- ।
- 144
জনপ্রিয় সংবাদ






















