০৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বদলগাছীতে বোরো ইরি ধানের বাম্পার ফলনঃ একসপ্তা পর থেকে কাটামাড়া শুরু

নওগাঁর বদলগাছী উপজেলায় চলতি মৌশুমে বোরো ইরি ধান উৎপাদনে বাম্পার ফলনের আশা রেখে এক সপ্তাহ পর থেকে কাটা মাড়া শুরু হবে বলে কৃষি অফিস সুত্রে জানা গেছে। চলতি মৌশুমে উপজেলায় ১১ হাজার ৭৪৫ হেক্টর অথাৎ ৩৫ হাজার ২৩৫ বিঘা জমিতে উচ্চ ফলনশীল ব্রি ৮৮,৮৯,৯২,১০২,১০৪ জাতের ধানসহ কাটারী, জিড়া, সোনালী-৫ সহ বিভিন্ন জাতের ধানের চাষা বাদ করা হয়েছে বলে কৃষি অফিস সুত্র এবং কৃষকদের ভাষ্যে জানা গেছে। কোলা ইউনিয়নের কৃষক আব্দুল রশিদ, আশরাফুল, অনিল চন্দ্র মন্ডলসহ কতিপয় কৃষকেরা বলেন এবার আবহাওয়া ভাল থাকায় বৌরো- ইরি ধান উৎপাদন ভাল হয়েছে জন্যই বিঘা প্রতি ২০ থেকে ২৫ মন করে ধান উৎপাদন হবে। উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান জানান আবহাওয়া অনুকুলে থাকলে আগামী এক সপ্তাহ পর হতে ধান কাটা মাড়া শুরু হবে এবং প্রতি বিঘায় ২০ থেকে ২৫ মণ করে ফলন হবে।

জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে বোরো ইরি ধানের বাম্পার ফলনঃ একসপ্তা পর থেকে কাটামাড়া শুরু

আপডেট সময় : ০২:১৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

নওগাঁর বদলগাছী উপজেলায় চলতি মৌশুমে বোরো ইরি ধান উৎপাদনে বাম্পার ফলনের আশা রেখে এক সপ্তাহ পর থেকে কাটা মাড়া শুরু হবে বলে কৃষি অফিস সুত্রে জানা গেছে। চলতি মৌশুমে উপজেলায় ১১ হাজার ৭৪৫ হেক্টর অথাৎ ৩৫ হাজার ২৩৫ বিঘা জমিতে উচ্চ ফলনশীল ব্রি ৮৮,৮৯,৯২,১০২,১০৪ জাতের ধানসহ কাটারী, জিড়া, সোনালী-৫ সহ বিভিন্ন জাতের ধানের চাষা বাদ করা হয়েছে বলে কৃষি অফিস সুত্র এবং কৃষকদের ভাষ্যে জানা গেছে। কোলা ইউনিয়নের কৃষক আব্দুল রশিদ, আশরাফুল, অনিল চন্দ্র মন্ডলসহ কতিপয় কৃষকেরা বলেন এবার আবহাওয়া ভাল থাকায় বৌরো- ইরি ধান উৎপাদন ভাল হয়েছে জন্যই বিঘা প্রতি ২০ থেকে ২৫ মন করে ধান উৎপাদন হবে। উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান জানান আবহাওয়া অনুকুলে থাকলে আগামী এক সপ্তাহ পর হতে ধান কাটা মাড়া শুরু হবে এবং প্রতি বিঘায় ২০ থেকে ২৫ মণ করে ফলন হবে।