ঘড়ির কাঁটা সকাল ১১টা ছুঁই ছুঁই। অথচ রান্নাঘরে চুলা ঠান্ডা। আগের দিন কর্ণফুলী গ্যাস
ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) ঘোষিত সময় অনুযায়ী গ্যাস সরবরাহ শনিবার
(৩ মে) সকাল ৮টার মধ্যে স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। চট্টগ্রামের
বিস্তীর্ণ এলাকাজুড়ে এখনো গ্যাস নেই। বারিক বিল্ডিং, আগ্রাবাদ, সল্টগোলা, বন্দর, নিমতলা
ও নিউমুরিং—প্রায় সবখানেই একই চিত্র: মানুষ ক্ষুব্ধ, ক্লান্ত আর অসহায়।এদিকে, গ্যাস
সরবরাহ বন্ধ রাখার কারণ হিসেবে কেজিডিসিএল এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, “চট্টগ্রাম
শহরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
প্রকল্পের আওতায় সিইপিজেড গেটের পাশে ১০ ইঞ্চি ব্যাসের গ্যাস পাইপলাইন সরিয়ে নেওয়ার
(ডাইভারশন) কাজ চলায় ২ মে সকাল ৮টা থেকে ৩ মে সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ
রাখা হয়। তবে নোটিশ অনুযায়ী নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গ্যাস সরবরাহ পুনরায় চালু করার
বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।সকালে আগ্রাবাদ সিডিএ এলাকার বাসিন্দা রাবেয়া সুলতানা
বলেন, ‘কাল সকাল থেকে গ্যাস নেই। অপেক্ষা করতে করতে বিকাল হয়ে গেছে। পরে জানলাম আজ
সকাল আটটায় গ্যাস আসবে। তাই কোনোরকম বাসি ভাত দিয়ে চালিয়ে নিয়েছি। কিন্তু এখন ১১টা
বাজে, গ্যাস আসে না। বাসায় বড়রা সবাই উপোস। কয়বেলা দোকান থেকে খাবার আনবো? প্রতিদিন
কীভাবে হবে!’শুধু রাবেয়াই নয়, নগরের বেশিরভাগ এলাকার বাসিন্দাদের কণ্ঠে ক্ষোভ আর
অসহায়ত্ব। গ্যাস বন্ধ থাকায় শুধু রান্না নয়, খাবার পানি ও অন্যান্য নিত্যকার কাজও থমকে
গেছে।নিমতলা এলাকার গৃহবধূ হোসনে আরা বেগম বলেন, ‘আমার মেয়ে ডায়াবেটিক রোগী। তাকে
সকাল-বিকাল সময়মতো খেতে হয়। গ্যাস নেই, চুলা চলে না—আমার মেয়ে দুপুর পর্যন্ত কিছু খেতে
পারবে না। কেউ কি আমাদের এসব কথা ভাবে?’উত্তরা আবাসিক এলাকার বাসিন্দা কামরুন নাহার
বলেন, ‘টানা দুইদিন ছুটি থাকায় মেয়ে জামাইকে দাওয়াত দিয়েছি। মেহমান আসছে কিন্তু চুলা জ্বলে
না। কি একটা লজ্জাজনক অবস্থা! গেল মার্চ মাসের ৭ তারিখও এমন অবস্থা হইছিল। এই যে
কিছুদিন পর পর কাজের অজুহাতে গ্যাস বন্ধ করে দেয় কয়বেলা কিনে খাওয়া যায়?’তিনি আরও
বলেন, ‘গ্যাস না থাকা মানে শুধু চুলা না জ্বলা নয়—এটা মানে একেকটা পরিবারে অসুস্থতা, ক্ষুধা,
আর্থিক ক্ষতি, আর চরম ভোগান্তি। এই দুর্ভোগের শেষ কোথায়?’অন্যদিকে, সময়মতো কাজ
শেষ না হলে, আগেভাগেই কেন বিকল্প ঘোষণা বা সময় বাড়ানোর তথ্য জানানো হয়নি—সেই প্রশ্ন
থেকে যায়।অথচ এখন পর্যন্ত কেজিডিসিএল থেকে কোনো নতুন সময়সীমার ঘোষণা আসেনি।
এরমধ্যে তাদের জরুরি নম্বরেও ফোন করে পাওয়া যাচ্ছে না।বক্তব্য জানতে কেজিডিসিএল'র
কন্ট্রোল রুমে একাধিকবার যোগাযোগ করেও মুঠোফোনে সাড়া পাওয়া যায়নি।
শিরোনাম
সময় পার হলেও গ্যাস আসেনি, দুর্ভোগে লাখো মানুষ
-
চট্টগ্রাম ব্যুরো - আপডেট সময় : ০৮:২৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- ।
- 79
জনপ্রিয় সংবাদ






















