সিরাজগঞ্জের রায়গঞ্জে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক বিএনপি নেতা।
রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার ধামাইনগর বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী।
এ সময় তিনি বলেন, কাজিমুদ্দিন কাজি বিভিন্ন চাঁদাবাজী ও অপকর্মে জরিত থাকায় ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ লিখিত অভিযোগ দেওয়ার পর আমার ওপর ব্যক্তি আক্রোসে আ. লীগ পরিবারের সদস্য আবু সাঈদ ও আব্দুল মালেককে দিয়ে অনুরূপ একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারা যদি আমার ওপর আনিত অভিযোগের প্রমাণ দিতে পারেন সেই বিচার জনগণের হাতে ছেড়ে দিলাম। সেই সাথে তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়েও সিদ্ধান্ত আপনাদের হাতেই দিয়ে দিলাম।
এ সময় ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি বাবলু, সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ, যুব দলের আহবায়ক শাকিল তালুকদার, সদস্য সচিব মাসুদ সরকারসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






















