দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে শনিবার (১৭ মে) ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে পড়ে আশরাফুল ইসলাম (৪০) নামের এক যুবকের এক হাত ও এক পা বিচ্ছিন্ন হয়েছে। তাকে সঙ্কটাপন্ন অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার বারুইপাড়া সুজাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
জানা গেছে, রাজশাহী থেকে চিলাহাটি গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টায় বিরামপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছিল। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে আশরাফুল পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায় এবং তার বাম হাত ও বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার কবির জানান, অত্যাধিক রক্তক্ষরণে অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় সাথে সাথে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জিআরপি (রেলওয়ে) পার্বতীপুর থানার ওসি ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত ওই যুবককে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতালে ভর্তি করান। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এমআর/সব
শিরোনাম
বিরামপুরে ট্রেনে উঠতে গিয়ে যুবকের অঙ্গ বিচ্ছিন্ন
-
সবুজ বাংলা - আপডেট সময় : ০৪:৪০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- ।
- 64
জনপ্রিয় সংবাদ






















