০১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কাপ্তাই থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার-০১

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে সিআর  পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামির নাম  কালোমনি তালুকদার(৫৯),। তিনি কাপ্তাই উপজেলার ১০০নং ওয়াগ্গা ইউনিয়ন এর -বারঘোনীয়া, তঞ্চগ্যা পাড়ার ), পিতা-মৃত চন্দ্রমোহন তালুকদার ছেলে বলে জানান কাপ্তাই থানার ওসি মো মাসুদ।
ওসি আরোও জানান গতকাল সোমবার (১৯ মে)  কাপ্তাই থানার   এএসআই মো: দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে রেশন বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন সি.আর. মামলা -২০০/২৫, ধারা-৪০৬/৪২০/৫০৬(২) পেনাল কোড ১৮৬০, প্রসেস নং-৫২৬/২৫, প্রাপ্ত আসামি কালোমনি তালুকদারকে গ্রেফতার করে।
 পুলিশ জানান আটককৃত আসামিকে মঙ্গলবার  (১৯ মে) সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জনপ্রিয় সংবাদ

কাপ্তাই থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার-০১

আপডেট সময় : ০৪:২৯:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে সিআর  পরোয়ানাভূক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামির নাম  কালোমনি তালুকদার(৫৯),। তিনি কাপ্তাই উপজেলার ১০০নং ওয়াগ্গা ইউনিয়ন এর -বারঘোনীয়া, তঞ্চগ্যা পাড়ার ), পিতা-মৃত চন্দ্রমোহন তালুকদার ছেলে বলে জানান কাপ্তাই থানার ওসি মো মাসুদ।
ওসি আরোও জানান গতকাল সোমবার (১৯ মে)  কাপ্তাই থানার   এএসআই মো: দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে রেশন বাগান এলাকায় অভিযান পরিচালনা করেন সি.আর. মামলা -২০০/২৫, ধারা-৪০৬/৪২০/৫০৬(২) পেনাল কোড ১৮৬০, প্রসেস নং-৫২৬/২৫, প্রাপ্ত আসামি কালোমনি তালুকদারকে গ্রেফতার করে।
 পুলিশ জানান আটককৃত আসামিকে মঙ্গলবার  (১৯ মে) সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।