চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উচ্চশিক্ষা নিয়ে চিটাগং ইউনিভার্সিটি সাইন্টিফিক সোসাইটি (সিইউএসএস) ও গ্রে গুজ ইংলিশ একাডেমি’র যৌথ উদ্যোগে ‘রোড টু আইইএলটিএস সাকসেস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ মে) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টির ১নং গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়। সোসাইটির সাধারণ সম্পাদক কে. এম. সিফাত শাহরীণের সঞ্চালনায় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সেশনটি পরিচালনা করেন গ্রে গুজ ইংলিশ একাডেমির সিইও মোহাম্মদ আজিজুল কাদের। তিনি বলেন, উচ্চশিক্ষা অর্জনে ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ অপরিসীম। ভাষা হিসেবে ইংরেজিতে নিজের দক্ষতা অর্জনে প্রয়োজন অদম্য ইচ্ছা ও অধ্যাবসায়। পাশাপাশি উচ্চশিক্ষা নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবন শেষ করে আমি নিজে যুক্তরাজ্যে পিএইচডি ডিগ্রি নিতে যাই। তখন আমাকে ইংরেজি ভাষা শিখতে হয়েছে। আমি আইইএলটিএস পরীক্ষা দিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশ গিয়েছি। আমি শিক্ষার্থীদেরকে বলবো তোমরা ইংরেজি ভাষার প্রতি গুরুত্ব দাও। এটা তোমার ক্যারিয়ারকে এগিয়ে রাখবে।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের জন্য একটি ‘ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকিং কুইজ প্রতিযোগিতা’ আয়োজিত হয় এবং বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরষ্কার। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সোসাইটির তথ্য প্রযুক্তি এক্সিকিউটিভ নুসরাত তাসনিম এবং ডিপার্টমেন্ট রিপ্রেজেন্টেটিভ মাজহারুল হক।
এমআর/সব
শিরোনাম
চবিতে উচ্চশিক্ষা নিয়ে ‘রোড টু আইইএলটিএস সাকসেস’ শীর্ষক সেমিনার
-
চবি প্রতিনিধি - আপডেট সময় : ০৮:৪০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- ।
- 46
জনপ্রিয় সংবাদ






















