ভোলার চরফ্যাশন উপজেলার নজরুল নগর ইউনিয়নে গরু-মহিষ চুরির চোর চক্রের সর্দ্দার দুইসহোদর মন্নান (৪০) ও মজিদ (২৮) এর বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী।
মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুরালিয়া সেন্টার বাজারে ৫ শতাধিক নারী-পুরুষ এই বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বাজারের উত্তর মাথা থেকে শুরু হয়ে দক্ষিণ মাথায় শেষ হয়। বিক্ষোভ মিছিলটিতে ঘন্টা ব্যাপি চোর চক্রের প্রধান মন্নান ও মজিদের বিচারের দাবী জানানো হয়।
এসময় মিছিল চলাকালে বিক্ষোভকারীরা চোর চক্রের প্রধান দুই ভাই মন্নান ও মজিদ চোরের কালোহাত, ভেঙে দাও-গুড়িয়ে দাও, চোর সর্দ্দারের আস্তানা এই গ্রামে হবে না। ইত্যাদি স্লোগান দেন তারা। অভিযুক্ত মন্নান ও মজিদ একই ওয়ার্ডের বাসিন্দা মৃত কাদের হাওলাদারের দুই ছেলে।
জানা যায়, নজরুল নগর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্ধা চোর চক্রের প্রধান মন্নান ও মজিদ নামের দুই ভাইয়ের নেতৃত্বে একই ওয়ার্ডের বাসিন্দা বিমল, শাহেব আলী, আবুল কালাম, সাহাগ ও পারভেজ দীর্ঘদিন ধরে গরু-মহিষ চুরি করে আসছেন। তারা নিজ এলাকার প্রতিটি বাড়ী থেকে গরু-মহিষ চুরি করে অন্যত্রে পাচার করে। এছাড়াও এই সংঘবদ্ধ চোরচক্রটি এলাকার বাহিরে বিভিন্ন এলাকায় গরু-মহিষ চুরি করতে গিয়ে ধরা পড়েছে এবং জেল খেটেছে। জেল থেকে বেড় হয়েও তারা থেমে থাকেন না, পুনরায় চুরির কাজে লিপ্ত হয়ে পরেন। সম্প্রতি একই ওয়ার্ড থেকে ১৫ জন কৃষকের ৫০ টি গরু-মহিষ চুরি করেন এই চোর চক্রটি। গত ১৭ মে শনিবার ওই ওয়ার্ডের বাসিন্ধা সৈয়দ আলী ও সাগর নামের দুই ব্যক্তির ২টি গরু নিয়ে যায়। পরে স্থানীয় জনতা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা গরু চুরির বিষয়টি স্বীকার করেন এবং গরু এনে দেওয়ার কথা বলে ছাড়া পান। তবে চোর চক্রটি গরু না দিয়ে বিভিন্ন তালবানা শুরু করেন। এবং স্থানীয় জনতার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালান। এই বিষয়ে মঙ্গলবাল স্থানীয় জনতা চোর চক্রের প্রধান মন্নান ও মজিদ এর বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন।
আরও জানা যায়, একই এলাকার বাসিন্দা দেলু সর্দারের ৪ টি, কামাল ফরাজীর ৫টি, ইউনুছ হাওলাদারের ২টি, ইদ্রিস হাওলাদারের ২টি, শাহাজানের ২টি, নুরে আলম হাজীর ৩টি, সাগর চৌকিদারের ১টি, মোশারেফ ফকিরের ১টি, কবির হাওলাদারের ২টি, হাসান সর্দারের মহিষ ৫টি, সেলিমের ৪টি গরু, জসিম সিকদারের ৩টি, জনুফকিরের ৩টি, মাইনুদ্দিন সর্দারের ২টি, আকতারের ১টি, সোরাব হাওলাদারের ১টি ও চর মানিকার চর ফারুকির আমজাদ ফকিরের ৩টি গরু নিয়ে গেছে এই চোর চক্রটি।
অভিযুক্ত চোর চক্রের প্রধান মন্নান ও মজিদের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। তবে তাদের ব্যবহৃত মোবাইলে কল দেয়া হলে তারা জানান, আমাদের বিরুদ্ধে গ্রামবাসির আনিত অভিযোগগুলে সঠিক নয়। আমরা এলাকার বাহিরে রয়েছি পরে কথা হবে বলে ফোন কেটে দেন।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল হক ভূইয়া জানান, শুনছি মঙ্গলবার দুপুরে গরুচোর মন্নান ও মজিদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন গ্রামবাসী। ওই চোর চক্রের বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। পুলিশের তাদের আটকের চেষ্টা চলাচ্ছে।
এমআর/সব
শিরোনাম
চরফ্যাশনে চোর চক্রের প্রধান মন্নান ও মজিদের বিচারের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ
-
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- ।
- 88
জনপ্রিয় সংবাদ





















