২১ এবং ২২ মে, ২০২৫, ইউআইটিএসের ইংরেজি বিভাগ ও ‘দ্য ইংলিশ ক্লাব’ কর্তৃক ২ দিনব্যাপী এক বর্ণাঢ্য আয়োজন ‘Lit Fest’ ২০২৫’ অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনের উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক ড. মো. আব হাসান ভূঁইয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স এসোসিয়েশন (বেলটা) এর সভাপতি আহমেদ বশির এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সাবিহা হক। আরও উপস্থিত ছিলেন লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদ এর ডিন, সৈয়দা আফসানা ফেরদৌসী; অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার কামরুল হাসান; ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, নাইমা আফরিন এবং বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা (ছাত্রকল্যাণ) ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শুভ দাস সহ বিভাগের সকল শিক্ষকমন্ডলী।
২ দিন ব্যাপী এই আয়োজনের প্রথম দিন প্রথমার্ধে ভাষা ও সাহিত্য বিষয়ক সেমিনার ‘Decolonizing Language and Gender: Thoughts on ELT & Postcolonial Feminism’ অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আহমেদ বশির এবং অধ্যাপক সাবিহা হক। এ সময় লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদ এর ডিন, সৈয়দা আফসানা ফেরদৌসী; সেমিনারের সভাপতি, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, নাইমা আফরিন, বিভাগের সকল শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয়র্ধে ২টি পৃথক কর্মশালা আয়োজিত হয়। যেখানে Women Entrepreneurs Network for Development Association (WEND) ও যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অঁমসবফরী অংশগ্রহণ করে এবং শিক্ষার্থীদের পেশাগত ও কর্মজীবন বিষয়ক পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করে।
আয়োজনের ২য় দিন শুরু হয় শিক্ষার্থীদের মনোরম পরিবেশনা ‘Choreo Strike’ এর মাধ্যমে। এদিন ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা নিজেদের তৈরী খাদ্য ও পণ্যসামগ্রী দিয়ে স্টলের আয়োজন করে।
বিকেলে পুরস্কার বিতরণী ও অনুষ্ঠানের সাংস্কৃতিক অংশ শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের অসাধারণ প্রতিভার দেখা মিলে, যার মধ্যে ছিল মনোজ্ঞ আবৃত্তি, নাচ, গান যা উৎসবে মনোমুগ্ধকর পরিবেশের সৃষ্টি করে এবং অনুষ্ঠানের সফলতায় অবদান রাখে। অনুষ্ঠানে শেষ পর্বে জনপ্রিয় ব্যান্ডদল ‘সোনার বাংলা সার্কাস’ তাদের একের পর এক মনোমুগ্ধকর গান পরিবেশনের মধ্য দিয়ে সম্পূর্ণ ক্যাম্পাসে এক আনন্দমুখর পরিবেশ তৈরি করে।
দ্য ইংলিশ ক্লাব (TEC) অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যার মাধ্যমে সবার সৃজনশীল প্রতিভা প্রকাশ পায় এবং সকলের জন্য স্মরণীয় মুহূর্ত তৈরি হয়।
এমআর/সব


























