মেধা ও মননে সুন্দর আগামী” শ্লোগানকে সামনে নিয়ে যশোরের মনিরামপুরে কৈশোর মেলা অনুষ্ঠিত হয়েছে। এ মেলায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও গুনীজন সংবর্ধনা দেওয়া হয়েছে। শুভবোধসম্পন্ন সমাজ ও উন্নত জাতি গঠনের লক্ষ্যে কিশোর-কিশোরীদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশ সাধনের জন্য বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সমাধান মেলার আয়োজন করে। বৃহস্পতিবার দিনব্যাপী মনিরামপুর পৌরশহরের বাঁধাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মেলায় আয়োজন করা হয়। মেলা শেষে সমাধানের সার্বিক পরিচালক শাহীনুর রহমানের সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুনছুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আবু মুত্তালেব আলম, মনিরামপুর থানার ওসি তদন্ত মোঃ বদরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন গোপালপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেনসহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন, কৈশোর কর্মসূচির মূল লক্ষ্য হলো কিশোর-কিশোরীদের জন্য একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ তৈরি করা। অনুষ্ঠানে ক্রীড়া ক্ষেত্রে আবুল কালাম আজাদ, সঙ্গীতে এ্যাড, রোকনুজ্জামান, সাংবাদিকতায় নিছার উদ্দিন খান আযম ও সমাজ সেবায় খন্দকার আব্দুল্লাহ লিটনকে সংবর্ধনা প্রদান করা হয়।
এমআর/সব
শিরোনাম
মনিরামপুরে কৈশোর মেলা অনুষ্ঠিত, ৪ গুনীজনকে সংবর্ধনা
-
যশোর প্রতিনিধ - আপডেট সময় : ০৮:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
- ।
- 111
জনপ্রিয় সংবাদ





















