অন্তর্বর্তীকালীন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেছেন, চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস যে স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন হলে বিশ্বের প্রভাবশালী কয়েকটি বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দর অন্যতম হবে। ছোট একটি দেশ সিঙ্গাপুর উন্নত সুযোগ সুবিধা সম্মিলিত বন্দরকেন্দ্রিক বাণিজ্য করে সারা পৃথিবীর অন্যতম উন্নত দেশের কাতারে রয়েছে৷ শনিবার সকালে নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মুজিবুল আলম চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক মোহাম্মদ এমরান হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা।
শিক্ষক মাওলানা রফিক উদ্দিন ও এমরান হোসেনের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন, অধ্যাপক এনামুল হক, অধ্যাপক সাইফুল ইসলাম মহসিন, তারেক মইনুল ইসলাম চৌধুরী, তারেক হাসান, সেলিম উদ্দিন, রহমত উল্লাহ চৌধুরী । অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, অভিভাবক সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে নবনির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।
সকালে প্রধান অতিথি অনুষ্ঠানে আসলে তাঁকে বরণ করে নেয় নাজিরহাট কলেজ, নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকাবাসী।






















