লালমনিরহাট জেলা জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৩১ মে) রাত ১০ টার দিকে শহরের আলোরুপা মোড় এলাকায় অবস্থিত জেলা কার্যালয়ে এ হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাত ১০ টার দিকে ৮-১০টি মোটরসাইকেলে করে ১৫-২০ জনের একটি সশস্ত্র দল কার্যালয়ে হামলা চালায়। তারা প্রথমে অফিসে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং ভেতরের আসবাবপত্র ও বিভিন্ন সামগ্রী বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা জানান, আগুন পাশের মার্কেটের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাস্থলে ছুটে যাওয়া লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এসে দেখি পুরো অফিস পুড়ে গেছে। কারা এ হামলা চালিয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানানো হয়েছে।”
এ বিষয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ওয়াদুদ হোসেন বলেন, “একটি মোবাইল নম্বর থেকে প্রথমে পার্টি অফিসে আগুন লাগার খবর আসে। পরে একই নম্বর থেকে জানানো হয়, আগুন নিভে গেছে। তাই আমাদের কোনো ইউনিট ঘটনাস্থলে যায়নি।”
এদিকে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, রাত ১০টা ৪০ মিনিটে জাতীয় পার্টি অফিসে আগুন লাগার বিষয়টি তারা জানতে পারেন। এ ঘটনায় তদন্ত চলছে।
এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
























