খাগড়াছড়ির দীঘিনালায় টানা ভারী বর্ষণে মাইনী নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়া আশ্রয় কেন্দ্র অবস্থান নেয়া পরিবারের মাঝে দীঘিনালা উপজেলা বিএনপির পক্ষ থেকে শুকনো খাবার বিতরন করা হয়েছে।
সোমবার (২জুন) সকাল সাড়ে ১১টায় মেরুং ইউনিয়ন ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র অবস্থান নেয়া পরিবারের মাঝে ত্রান সহায়তা বিতরন করেন দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো: শফিকুল ইসলাম সফি ও সাধারণ সম্পাদক মো জয়মাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজী হাবিবুল্লাহ রানা, দীঘিনালা উপজেলা যুবদলের আহবায়ক মো : মোতালেব হোসেন, দীঘিনালা উপজেলা ছাত্রদলের আহবায়ক মো লোকমান হোসেন, দীঘিনালা উপজেলায় কৃষক দলের সভাপতি মো: নজরুল ইসলাম প্রমূখ। এতে আশ্রয় কেন্দ্র অবস্থান নেয়া ৩৮পরিবারকে শুকনো খাবার প্রদান করা হয়।
























