০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বদলগাছীতে গাঁজাসহ মাদক কারবারি আটক

নওগাঁর বদলগাছীতে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো.হাসিম রেজা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল রবিবার মধ্যরাতে একটি গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের দবির উদ্দিনের ছেলে মো.হাসিম রেজা (৪২)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি মাদক ব্যবসা ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। বর্তমানে সে নওগাঁ সদরের উকিলপাড়া ভাড়া বাসায় বসবাস করছিলো। বদলগাছী থানা এলাকায় এসে মাদক ব্যবসা পরিচালনা করছে। এমন সংবাদের ভিক্তিতে তাকে দেউলিয়া গ্রামের নিজ বাড়ী থেকে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, তার নিজ বাড়ীতে গাঁজার একটি বড় চালান আসছে। পরে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করি এবং তার কাছ থেকে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করি। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এই মাদক অভিযান অব্যাহত থাকবে।
এমআর/সব

জনপ্রিয় সংবাদ

বদলগাছীতে গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৯:০৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

নওগাঁর বদলগাছীতে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো.হাসিম রেজা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল রবিবার মধ্যরাতে একটি গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের দবির উদ্দিনের ছেলে মো.হাসিম রেজা (৪২)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি মাদক ব্যবসা ও বিক্রির সঙ্গে জড়িত ছিল। বর্তমানে সে নওগাঁ সদরের উকিলপাড়া ভাড়া বাসায় বসবাস করছিলো। বদলগাছী থানা এলাকায় এসে মাদক ব্যবসা পরিচালনা করছে। এমন সংবাদের ভিক্তিতে তাকে দেউলিয়া গ্রামের নিজ বাড়ী থেকে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, তার নিজ বাড়ীতে গাঁজার একটি বড় চালান আসছে। পরে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করি এবং তার কাছ থেকে ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করি। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এই মাদক অভিযান অব্যাহত থাকবে।
এমআর/সব