ফেনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ও টাফেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। মঙ্গলবার
গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ফেনীর পরিদর্শক রাজু আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে গঠিত রেইডিং টিম ফেনীর দাগনভূঞায় অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ মাইন উদ্দিন প্রকাশ সোহেল (৩৫) কে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাবাদে মোহাম্মদ মইন উদ্দিন জানান, সে দীর্ঘদিন যাবত চট্টগ্রাম থেকে ইয়াবা এনে এলাকায় বিক্রি করে আসছে। এছাড়া একই দিন ফেনী সদরের একাডেমী
রোডে অবস্থিত ঔষধ বিতান নামীয় ফার্মেসীতে অভিযান পরিচালনা করে ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। । ঘটনাস্থল হতে ফার্মেসীর মালিক রনজিত কুমার নাথ কে গ্রেফতার করা হয়। আটকৃত প্রথম ব্যক্তি দাগনভূঞা থানাধীন নোয়াদ্দা ফরাজী বাড়িস্থ তাজুল ইসলামের ভাড়াটিয়া মোহাম্মদ মাইন উদ্দিন প্রঃ সোহেল (৩৫)পিতা- জসিম উদ্দিন, সাং-চন্দ্রপুর, পোঃ-সিন্দুরপুর, থানা-দাগনভুইয়া, জেলা-ফেনী। বর্তমানে-নোয়াদ্দা ফরাজী বাড়ি, তাজুল ইসলামের ভাড়াটিয়া, থানা-দাগনভুইয়া, জেলা-ফেনী। এবং ২য় আসামী ফেনী মডেল থানাধীন একাডেমী রোডস্থ আসামী রনজিত কুমার নাথ (৪৮)-গ্রেফতার, পিতা-মৃত হীরালাল নাথ, সাং-চেউড়িয়া, ০৩নং ওয়ার্ড, কালিদহ ইউপি, থানা-ফেনী জেলা-ফেনী। বর্তমানে ঔষধ বিতান (মালিক) একাডেমী রোড, থানা ও জেলা ফেনী। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিকে আসামী করে দাগনভূঞা ও ফেনী মডেল থানায় পৃথক দুইটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
























