১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের নিমগাছী এলাকায় মাছের পোনা ও খাদ্য উপকরণ বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎসসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের রায়গঞ্জ উপজেলার ঊনত্রিশটি পুকুরের সুফলভোগীদের মাঝে চারটি প্যাকেজে মাছ চাষের উপকরণ বিতরন করা হয়।
উপকরণের মধ্যে ছিল কার্প মিশ্র প্যাকেজের আঠারোটি পুকুরে রেনু পোনা ৯২ কেজি, খাদ্যে ৬০০ কেজি, ইউরিয়া ৫০ কেজি, টিএসপি ৫০ কেজি, সাইনবোর্ড ১ টি। কার্প নার্সারি প্যাকেজের পাঁচটি পুকুরে রেনু পোনা ১.৫ কেজি সরিষার খৈল ৩৫০ কেজি, রাইসবার্ন ২৭৫কেজি,ইউরিয়া ৩০ কেজি, টিএসপি ১৫ কেজি, নেট ১৫০ গজ, সাইনবোর্ড ১টি।কার্প ফার্টেনিং প্যাকেজের চারটি পুকুরে রেনু পোনা ১৫০ কেজি, খাদ্যে ১২০২ কেজি ইউরিয়া ১০০ কেজি, টিএসপি ৫০ কেজি, সাইনবোর্ড ১ টি।
ভিয়েতনাম কৈ প্যাকেজের ২ টা পুকুরে রেনু পোনা আট হাজার পিস, খাদ্যে ৪০০ কেজি, ইউরিয়া ৬০ কেজি, টিএসপি ৩০ কেজি, নেট ১৫০ গজ, সাইনবোর্ড ১ টি।মোট ২৯টি পুকুরের সুফলভোগীদের মাঝে উপকরণ গুলো বিতরণ করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন, প্রকল্প পরিচালকের পক্ষে সহকারী প্রকল্প পরিচালক মোঃ ইব্রাহিম হামিদ শাহীন
এ সময় উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা ও ঊনত্রিশ টি পুকুরের সুফলভোগী দলসমূহের দলনেতা ও অন্যান্য সদস্যবৃন্দ।
এমআর/সব

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জের নিমগাছী এলাকায় মাছের পোনা ও খাদ্য উপকরণ বিতরণ

আপডেট সময় : ০৫:৪৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎসসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থ বছরের রায়গঞ্জ উপজেলার ঊনত্রিশটি পুকুরের সুফলভোগীদের মাঝে চারটি প্যাকেজে মাছ চাষের উপকরণ বিতরন করা হয়।
উপকরণের মধ্যে ছিল কার্প মিশ্র প্যাকেজের আঠারোটি পুকুরে রেনু পোনা ৯২ কেজি, খাদ্যে ৬০০ কেজি, ইউরিয়া ৫০ কেজি, টিএসপি ৫০ কেজি, সাইনবোর্ড ১ টি। কার্প নার্সারি প্যাকেজের পাঁচটি পুকুরে রেনু পোনা ১.৫ কেজি সরিষার খৈল ৩৫০ কেজি, রাইসবার্ন ২৭৫কেজি,ইউরিয়া ৩০ কেজি, টিএসপি ১৫ কেজি, নেট ১৫০ গজ, সাইনবোর্ড ১টি।কার্প ফার্টেনিং প্যাকেজের চারটি পুকুরে রেনু পোনা ১৫০ কেজি, খাদ্যে ১২০২ কেজি ইউরিয়া ১০০ কেজি, টিএসপি ৫০ কেজি, সাইনবোর্ড ১ টি।
ভিয়েতনাম কৈ প্যাকেজের ২ টা পুকুরে রেনু পোনা আট হাজার পিস, খাদ্যে ৪০০ কেজি, ইউরিয়া ৬০ কেজি, টিএসপি ৩০ কেজি, নেট ১৫০ গজ, সাইনবোর্ড ১ টি।মোট ২৯টি পুকুরের সুফলভোগীদের মাঝে উপকরণ গুলো বিতরণ করা হয়।
উপকরণ বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন, প্রকল্প পরিচালকের পক্ষে সহকারী প্রকল্প পরিচালক মোঃ ইব্রাহিম হামিদ শাহীন
এ সময় উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা ও ঊনত্রিশ টি পুকুরের সুফলভোগী দলসমূহের দলনেতা ও অন্যান্য সদস্যবৃন্দ।
এমআর/সব