বরিশালের বানারীপাড়ায় পৌর জামায়াতের ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান মিঠুর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। ৪ জুন বুধবার বিকেল ৫ টায় বানারীপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হামলাকারী কামরুল, শুভর বিচারের দাবিতে পৌর জামায়াতের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মো: মোকাম্মেল হক মোজাম্মেল, পৌর জামায়াত আমীর মো: কাওসার হোসেন, বায়তুল মাল সম্পাদক মো: জুয়েল,হামলার শিকার ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুজ্জামান মিঠু, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুর রব প্রমুখ। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ লিখিত অভিযোগে জানান, গত ৩ জুন মঙ্গলবার সকালে বানারীপাড়া পৌর ভবনে কাউন্সিলিং কমিটির সদস্য ও পৌর জামায়াতে ইসলামীর ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান মিঠু অন্যান্য সদস্যদের সাথে ঈদ-উল আযহা উপলক্ষ্যে ভিজিডির চাল বিতরণ করছিলেন। এ সময় পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবির মিয়ার ছেলে কামরুল ও একই ওয়ার্ডের আ: রবের ছেলে শুভর নেতৃত্বে ৮/১০ জনের একটি দল সেখানে উপস্থিত হয়ে নাগরিক কমিটির সদস্য মিঠু ও রুনু বেগমকে অকথ্য ভাষায় গালি-গালাজ ও একপর্যায়ে মিঠুকে উপর হামলা চালানো হয়। এ সময় মিঠু’কে বেধরক মারধর করে তারা। এ সময় পৌরভবনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। হামলার কারণে ওই দিন সাময়িক চাল বিতরন বন্ধ করে দেয়া হয়। ওইদিন (৩ জুন) এ ঘটনায় কামরুলের বিরুদ্ধে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী মিঠু। এদিকে হামলার ঘটনায় ৪ জুন বিকেলে কামরুল ও শুভ গংদের বিচারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে জামায়াত নেতৃবৃন্দ।
বানারীপাড়া উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এ ঘটনাকে সন্ত্রাসী হামলা আক্ষ্যা দিয়ে প্রশাসনের কাছে কামরুল ও শুভ সহ সকল দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
এমআর/সব
শিরোনাম
বানারীপাড়া পৌর জামায়াত নেতা মিঠুর উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
-
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি - আপডেট সময় : ০৮:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
- ।
- 79
জনপ্রিয় সংবাদ
























