ফেনী শহরের সোনাগাজী বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত রয়েল হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। গৃহবধূর নাম বিবি আমেনা তিনি সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দী ইউনিয়নের বাসিন্দ। তার স্বামী ওমান প্রবাসী। এ খবরে তার পরিবারে খুশির জোয়ার বইছে বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানাযায়, সোনাগাজীর এক গৃহবধূ প্রস্রব ব্যথা নিয়ে শনিবার সকালে রয়েল হাসপাতালে ভর্তি হয় গাইনি বিশেষজ্ঞ সার্জন ডাঃ নূরে আখতার সুমির তত্বাবধানে। পরে আল্টাসনোগ্রাফী করার মাধ্যমে তিন সন্তান নিশ্চিত হন ডাক্তার। দুপুর পরিবারের সম্মতিতে রোগী বিবি আমেনাকে সিজার অপারেশন করেন ডাঃ নূরে আখতার সুমি ও এনেস্থিসিয়া প্রদান করেন ডাঃ আসিফ ইকবাল। এসময় তিন সন্তান প্রসব করেন আমেনা। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে । বর্তমানে মা- ছেলে মেয়ে চারজনেই সুস্থ্য রয়েছে ।
এমআর/সব
শিরোনাম
ফেনীতে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
-
ফেনী প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৩৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- ।
- 185
জনপ্রিয় সংবাদ
























