০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে কুয়েত ফেরত যুবককে গলাকেটে হত্যা

যশোরের অভয়নগরে কুয়েক ফেরত হাসান শেখকে (৩৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার নাউলি গ্রামের তবিবুর রহমানের মাছের ঘেরের পাড়ে এ ঘটনা ঘটে। নিহত হাসান নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। রোববার (১৫ জুন) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হাসানের ৩ বন্ধুকে হেফাজতে নিয়েছে।
জানা গেছে, ৮ বছর কুয়েতে প্রবাস জীবন শেষ করে আড়াই মাস আগে দেশে ফিরেছেন হাসান শেখ। দুই মাস আগে তিনি বিয়ে করেছেন। শনিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রোববার সকালে এলাকার লোকজন একটি মাছের ঘেরের হাসানের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়৷ শনিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা হাসানকে হত্যা করে সেখানে মৃতদেহ ফেলে রেখে গেছে।
নিহতের বড় ভাই মুন্না জানান, হাসান প্রায় রাতে বন্ধুদের সাথে আড্ডা দিতেন। ঘটনার রাতেও আড্ডা দিতে গিয়েছিলেন। কি কারণে তাকে খুন করা হয়েছে এর কারণ অজানা। হাসানের সাথে এলাকার কারও সাথে তেমন কোন শত্রুতাও ছিল না। খুনের সাথে জড়িতদের আটক করে কঠিন শাস্তির দাবি করেছেন মুন্না।
এই বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, কুয়েত ফেরত হাসানকে হত্যার সাথে জড়িত সন্দেহে জামিল, চঞ্চল ও সাগর নামে ৩ জনকে হেফাজতে নেয়া হয়েছে৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরকীয়ার জেরে হত্যাকান্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ মৃতদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জনপ্রিয় সংবাদ

যশোরে কুয়েত ফেরত যুবককে গলাকেটে হত্যা

আপডেট সময় : ০১:২৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
যশোরের অভয়নগরে কুয়েক ফেরত হাসান শেখকে (৩৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার নাউলি গ্রামের তবিবুর রহমানের মাছের ঘেরের পাড়ে এ ঘটনা ঘটে। নিহত হাসান নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। রোববার (১৫ জুন) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হাসানের ৩ বন্ধুকে হেফাজতে নিয়েছে।
জানা গেছে, ৮ বছর কুয়েতে প্রবাস জীবন শেষ করে আড়াই মাস আগে দেশে ফিরেছেন হাসান শেখ। দুই মাস আগে তিনি বিয়ে করেছেন। শনিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রোববার সকালে এলাকার লোকজন একটি মাছের ঘেরের হাসানের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়৷ শনিবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা হাসানকে হত্যা করে সেখানে মৃতদেহ ফেলে রেখে গেছে।
নিহতের বড় ভাই মুন্না জানান, হাসান প্রায় রাতে বন্ধুদের সাথে আড্ডা দিতেন। ঘটনার রাতেও আড্ডা দিতে গিয়েছিলেন। কি কারণে তাকে খুন করা হয়েছে এর কারণ অজানা। হাসানের সাথে এলাকার কারও সাথে তেমন কোন শত্রুতাও ছিল না। খুনের সাথে জড়িতদের আটক করে কঠিন শাস্তির দাবি করেছেন মুন্না।
এই বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, কুয়েত ফেরত হাসানকে হত্যার সাথে জড়িত সন্দেহে জামিল, চঞ্চল ও সাগর নামে ৩ জনকে হেফাজতে নেয়া হয়েছে৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরকীয়ার জেরে হত্যাকান্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ মৃতদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।