০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আমিরাতে ঘুমের মধ্যেই মারা গেলেন হাটহাজারীর নাইয়ুম ঈদ্দীন

সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমায় ঘুমের মধ্যেই স্ট্রোক করে মোহাম্মদ নাইয়ুম উদ্দীন নামে এক হাটহাজারী প্রবাসীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১৩ জুন) রাস-আল-খাইমা অঞ্চলের সোহান এরিয়াতে স্থানীয় আরবির একটি বাগানের নিজ রুমে ভোররাতে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়।
পরিবারের সুখের আশায় আমিরাতে পাড়ি জামান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের সৈয়দ ছদর উদ্দীন খলিফার বাড়ির মোহাম্মদ ইদ্রিস এবং নুর বানুর তিন ছেলে এবং দুই মেয়ের মধ্যে নাইয়ুম ছিলেন চতুর্থ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি ১৯ বছর পুর্বে ১০০৬ সালে আমিরাতে এসে ছিলেন। পরিবারে স্ত্রী, চার বছরের এক ছেলে, আট বছরের এক মেয়ে সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, নাইয়ুম উদ্দীন আরবির একটি বাগানে চাকরি করতেন, প্রতিদিনের ন্যায় সকালে বাগানের মালিক স্থানীয় আরবি নাইয়ুম উদ্দীনকে ফোনে না পেলে সরাসরি বাগানে এসে দেখেন অচেতন অবস্থায় তিনি নিজ রুমে বিচানায় পড়ে ছিলেন। পরে পুলিশকে ফোন করলে মেডিকেল টিম সহ উপস্থিত হয়ে নিশ্চিত করে ১০/১২ ঘন্টা পুর্বেই তিনি ইন্তেকাল করেছেন।
দেশে তার চাচাতো ভাই এস. এম. জাহেদুল ইসলাম জানান, আগেরদিন রাতে জাহেদুল দেশ থেকে নাইয়ুম উদ্দীনের সাথে বাংলাদেশ সময় রাত ১০:০৮ মিনিটের সময় ভিডিও কলে যোগাযোগ করলে, নাইয়ুম উদ্দীন অসুস্থতার কথা বলে ফোন রেখে দিয়েছিল। অই সময় ভিডিও কলে তাকে অস্বস্তি অবস্থায় দেখাচ্ছিল বলেও জানান তিনি। তার চাচাতো ভাই জানায় নাইয়ুম উদ্দীন নিজ ঘরের কাজও শুরু করেছিলেন। ঘরের পিলার এবং ছাদের কাজ সম্পন্ন করেছিল। টাকা জমাচ্ছিল ঘরের কাজ সম্পন্ন করতে। দুই বছরের মধ্যে ঘরের কাজ সম্পন্ন করে দেশে আসারও পরিকল্পনা ছিল তার। কিন্তু তা আর হয়ে উঠলো না। এক নিমিষেই তার সব স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গিয়েছে।
জনপ্রিয় সংবাদ

আমিরাতে ঘুমের মধ্যেই মারা গেলেন হাটহাজারীর নাইয়ুম ঈদ্দীন

আপডেট সময় : ০১:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমায় ঘুমের মধ্যেই স্ট্রোক করে মোহাম্মদ নাইয়ুম উদ্দীন নামে এক হাটহাজারী প্রবাসীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১৩ জুন) রাস-আল-খাইমা অঞ্চলের সোহান এরিয়াতে স্থানীয় আরবির একটি বাগানের নিজ রুমে ভোররাতে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়।
পরিবারের সুখের আশায় আমিরাতে পাড়ি জামান চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের সৈয়দ ছদর উদ্দীন খলিফার বাড়ির মোহাম্মদ ইদ্রিস এবং নুর বানুর তিন ছেলে এবং দুই মেয়ের মধ্যে নাইয়ুম ছিলেন চতুর্থ।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি ১৯ বছর পুর্বে ১০০৬ সালে আমিরাতে এসে ছিলেন। পরিবারে স্ত্রী, চার বছরের এক ছেলে, আট বছরের এক মেয়ে সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, নাইয়ুম উদ্দীন আরবির একটি বাগানে চাকরি করতেন, প্রতিদিনের ন্যায় সকালে বাগানের মালিক স্থানীয় আরবি নাইয়ুম উদ্দীনকে ফোনে না পেলে সরাসরি বাগানে এসে দেখেন অচেতন অবস্থায় তিনি নিজ রুমে বিচানায় পড়ে ছিলেন। পরে পুলিশকে ফোন করলে মেডিকেল টিম সহ উপস্থিত হয়ে নিশ্চিত করে ১০/১২ ঘন্টা পুর্বেই তিনি ইন্তেকাল করেছেন।
দেশে তার চাচাতো ভাই এস. এম. জাহেদুল ইসলাম জানান, আগেরদিন রাতে জাহেদুল দেশ থেকে নাইয়ুম উদ্দীনের সাথে বাংলাদেশ সময় রাত ১০:০৮ মিনিটের সময় ভিডিও কলে যোগাযোগ করলে, নাইয়ুম উদ্দীন অসুস্থতার কথা বলে ফোন রেখে দিয়েছিল। অই সময় ভিডিও কলে তাকে অস্বস্তি অবস্থায় দেখাচ্ছিল বলেও জানান তিনি। তার চাচাতো ভাই জানায় নাইয়ুম উদ্দীন নিজ ঘরের কাজও শুরু করেছিলেন। ঘরের পিলার এবং ছাদের কাজ সম্পন্ন করেছিল। টাকা জমাচ্ছিল ঘরের কাজ সম্পন্ন করতে। দুই বছরের মধ্যে ঘরের কাজ সম্পন্ন করে দেশে আসারও পরিকল্পনা ছিল তার। কিন্তু তা আর হয়ে উঠলো না। এক নিমিষেই তার সব স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে গিয়েছে।