শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ম ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ইকবাল হোসেন আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক আজ ১৫ জুন রবিবার ভোর ৪ টায় চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আনিসুর রহমান আনিস এক বিবৃতিতে বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রবর্তনের এই উষা লগ্নে হণতন্ত্রেও জন্য দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করা প্রফেসর ইকবালের চলে যাওয়া আমাদেও সকলের জন্য অত্যান্ত বেদনাদায়ক।
বিবৃতিতে আরও শোক জানিয়েছেন, জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় গণশিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক অধ্যাপক মোঃ জহির, ঢাকা মহানগরীর সভাপতি এ্যাড. আব্দুল মালেক তালুকদার, কুমিল্লা জেলার সভাপতি কাজী বেলাল ও পবিপ্রবি শাখার নেতা মাহফুজুর রহমান সবুজ প্রমুখ।
জিয়া গবেষণা পরিষদের দপ্তর সম্পাদক খান সরোয়ার বাচ্চু তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন।
























