লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নিয়মবহির্ভূত কার্যক্রম ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে একটি রেস্তোরাঁ ও দুটি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
রবিবার (১৫ জুন) দুপুরে উপজেলার মেডিকেল মোড় এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম মিঞা।
অভিযানে উপজেলার জনপ্রিয় খাবারের প্রতিষ্ঠান বৈশাখী হোটেল অ্যান্ড রেস্তোরাঁ-তে ঢুকে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা হয়। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে উপজেলার তিস্তা প্যাথলজি ও সেবা প্যাথলজি’র লাইসেন্স নবায়ন না করা ও পরিবেশগত ত্রুটির অভিযোগে প্রতিটি ক্লিনিককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। হোটেল রেস্তোরাঁ কিংবা প্যাথলজির মতো কোনো প্রতিষ্ঠানেই অনিয়ম সহ্য করা হবে না। প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনসাধারণকে নিরাপদ সেবা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান চলমান থাকবে।
অভিযান চলাকালে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা শরিফুল আমিন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন।
এমআর/সব
শিরোনাম
হাতীবান্ধায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রেস্তোরাঁ ও দুই ক্লিনিককে জরিমানা
-
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- ।
- 145
জনপ্রিয় সংবাদ
























