চট্টগ্রামে রেলওয়ের দুটি গুরুত্বপূর্ণ দপ্তরে এক রাতেই চুরির ঘটনা ঘটেছে। জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক (প্রিন্টিং শাখা) পাহাড়তলী দপ্তরের পিসি শাখা এবং প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে— শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঈদ উল আযহার ছুটি শেষে রবিবার (১৫ জুন) সকালে অফিস খোলার পরপরই চুরির বিষয়টি ধরা পড়ে।জানা গেছে, পিসি শাখার কর্মচারীরা দপ্তরে প্রবেশ করে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে নজরে আসে দপ্তরের সিলিং ভাঙা। এ অবস্থায় দপ্তরের সহকারী সুপারভাইজার (মেইনটেন্যান্স) বিষয়টি লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। রেলওয়ে সূত্র জানায়, চোরেরা পিসি শাখা থেকে ৪টি জিএফসি স্ট্যান্ড ফ্যান, ৪টি ১২ ভোল্ট ২০০ অ্যাম্পিয়ারের আইপিএস ব্যাটারি এবং ৬২ কেজি মনোটাইপ লেটার চুরি করে নিয়ে গেছে। প্রিন্টিং মেশিনের দুটি মোটর খুলে নেওয়ার চেষ্টা করা হলেও ওজন বেশি হওয়ায় সেগুলো ফেলে রেখে যায় তারা। সিনিয়র সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক (প্রিন্টিং শাখা) গোলাম মোর্শেদ বলেন, রোড সাইড থেকে গাছ বেয়ে চোরেরা ছাদের টিনের ওপর উঠে, এরপর টিন খুলে সিলিং পা দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করে। চুরির ঘটনা রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে (আরএনবি) জানানো হয়েছে। তবে আরএনবির পরিদর্শক মো. মাসুদুর রহমান বলেন, এখনো কোনো লিখিত চিঠি পাইনি। রেলওয়ের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, চুরির তদন্তে একটি কমিটি গঠনের প্রস্তুতি চলছে, যা আগামীকাল ঘোষণা করা হতে পারে। এ ছাড়া ছাদের খোলা টিন দ্রুত মেরামত, দপ্তরের পাশের গাছের ডালপালা কাটা এবং নিরাপত্তা জোরদারের জন্য বিভাগীয় প্রকৌশলী-২ এবং আরএনবি কমান্ডেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে একই রাতে চুরি হয় প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়েও। ১৪ জুন রাত ১০টার দিকে অফিসের গাড়ির গ্যারেজের তালা ভেঙে চোরেরা আইপিএস ব্যাটারি ও চার্জিং মেশিন চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা এক চোরকে ধরে ফেলেন। পরে তাকে ব্যাটারিসহ দায়িত্বরত আরএনবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। তার কাছ থেকে তালা কাটার একটি কার্টারও জব্দ করা হয়েছে। চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
এমআর/সব
শিরোনাম
চট্টগ্রামে একই রাতে রেলওয়ের দুই দপ্তরে চুরি
-
চট্টগ্রাম ব্যুরো - আপডেট সময় : ০৯:৫৬:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- ।
- 135
জনপ্রিয় সংবাদ
























