০৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে ১৫ বিজিবি’র সফল অভিযান: বিপুল পরিমাণ গাঁজা, ইস্কাফ সিরাপ ও ফেন্সিডিল জব্দ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় চালানো এক সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। মাদকবিরোধী এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক চোরাচালান রোধে একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে সীমান্তবর্তী কুরুশা-ফেরুসা (বালারহাট ‍বিওপি), নন্দিরকুটি (শিমুলবাড়ী বিওপি) এবং নাগরাজ (অনন্তপুর বিওপি, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) এলাকায় একযোগে অভিযান চালায় বিজিবির তিনটি বিশেষ টহলদল। অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা অন্ধকারের সুযোগে পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া মালামাল উদ্ধার করে বাহিনীটি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, অভিযানে ১২৬.৭ কেজি গাঁজা, ৩৩৯ বোতল ইস্কাফ সিরাপ, ১০৯ বোতল ফেন্সিডিল এবং ১টি ইজিবাইক জব্দ করা হয়েছে। এসব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লাখ ৭২ হাজার ৬৫০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন ,
“দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি সদা সচেষ্ট। সীমান্তে মাদক প্রবেশ ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা এই লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়ে মাদকবিরোধী লড়াইয়ে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

বিজিবির এই সফল অভিযানকে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে তথ্য সংগ্রহের পাশাপাশি আইনগত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বিজিবি।

জনপ্রিয় সংবাদ

সীমান্তে ১৫ বিজিবি’র সফল অভিযান: বিপুল পরিমাণ গাঁজা, ইস্কাফ সিরাপ ও ফেন্সিডিল জব্দ

আপডেট সময় : ০৪:০৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় চালানো এক সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। মাদকবিরোধী এই অভিযানে বিজিবির সাহসিকতা ও কৌশলগত দক্ষতা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক চোরাচালান রোধে একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছে।

বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে সীমান্তবর্তী কুরুশা-ফেরুসা (বালারহাট ‍বিওপি), নন্দিরকুটি (শিমুলবাড়ী বিওপি) এবং নাগরাজ (অনন্তপুর বিওপি, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) এলাকায় একযোগে অভিযান চালায় বিজিবির তিনটি বিশেষ টহলদল। অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা অন্ধকারের সুযোগে পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া মালামাল উদ্ধার করে বাহিনীটি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, অভিযানে ১২৬.৭ কেজি গাঁজা, ৩৩৯ বোতল ইস্কাফ সিরাপ, ১০৯ বোতল ফেন্সিডিল এবং ১টি ইজিবাইক জব্দ করা হয়েছে। এসব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লাখ ৭২ হাজার ৬৫০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন ,
“দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি সদা সচেষ্ট। সীমান্তে মাদক প্রবেশ ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা এই লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়ে মাদকবিরোধী লড়াইয়ে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

বিজিবির এই সফল অভিযানকে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে তথ্য সংগ্রহের পাশাপাশি আইনগত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বিজিবি।