স্বদেশের মানুষ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন তিনি। অবসর জীবনে সেই মানুষটি নিজেই নির্বিঘ্নে ঘুমানোর স্বপ্ন দেখছেন, কিন্তু বাস্তবায়ন হচ্ছেনা। মায়ের পেটের দুই ভাইয়ের দ্বারা অপমান অপদস্ত ও লাঞ্ছিত হয়ে মাথা গোঁজার ঠাঁই টুকু রক্ষার্থে বিচারের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুর হচ্ছে তাকে। এমন নিষ্টুরতার শিকার হয়েছেন বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)’র অবসর প্রাপ্ত সদস্য মো. মোশারফ হোসেন ভূঁইয়া (৬৮)। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পাড়া গাব্দেরগাঁও গ্রামের মৃত আবদুর রহমান ভূইয়ার ছেলে। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশি বৈঠক হলেও কোন সমাধান না পেয়ে রবিবার (১৫ জুন) রাতে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারটি।
ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও সরেজমিনে জানা যায়, ভুক্তভোগী মো. মোশারফ হোসেন ভূঁইয়া পরিবারের বড় সন্তান। তিনি বিজিবিতে চাকুরী জীবনে ভাই-বোনদের পড়ালেখার খরচ মেটানোর পাশাপাশি পরিবারের হাল ধরেছেন। পরিবারের অন্য সদস্যরা স্বাবলম্বি হলেও শেষ জীবনে নিজ পরিবার নিয়ে অসহায় হয়ে পড়েছেন তিনি। বাড়ির পুকুরের পাশে পুরাতন একটি ঘরে বসবাস করছেন তিনি। পুকুর পাড়ের ভাঙ্গনের শিকার হয়ে ঘরটির মাঝ বরাবর ফাটল দেখা দিয়েছে। ঘরটি স্থানান্তরের জন্য চেষ্টা করতে গিয়ে হয়রানীর শিকার হয়েছেন তিনি। পরিবারের অন্য সদস্যদের কোন অভিযোগ না থাকলেও বাধা হয়ে দাড়িয়েছেন আলতাফ হোসেন ও জাকির হোসেন নামে ছোট দুই ভাই। এ নিয়ে বেশ কয়েকবার বিবাধ সৃষ্টি হলে জনপ্রতিনিধিগণসহ স্থানীয় সমাঝোতা বৈঠক করে ব্যর্থ হয়েছেন।
ভুক্তভোগী মো. মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, আমি চাকুরী জীবনে বাবার পাশাপাশি পরিবারের হাল ধরে ছিলাম। এখন পরিবারের সবাই স্বাবলম্বি হলেও পুকুর পাড়ে বাবার রেখে যাওয়া ঘরটিতেই থাকতে হচ্ছে আমাকে। ঘরটির মেঝেতে ভাঙ্গন দেখা দিয়েছে। বেশ কয়েকবার পুকুর পাড় বেঁধে ঘরটি রক্ষা করার চেষ্টা করেছি। ঘরটি স্থানান্তরের চেষ্টা করলেও আলতাফ হোসেন ও জাকির হোসেন নামে ছোট দুই ভাইয়ের কারনে করতে পারছিনা। পরিবারের অন্যরা সবাই ঠিক আছে। পাশে আমার আরেকটি ছোট ঘর ছিল, গতকালকে ছোট দুই ভাইয়ের পরিবারের সদস্যরা আমার ওই ঘরটি ভেঙ্গে দিয়েছে।
এদিকে অভিযুক্ত আলতাফ হোসেন ও জাকির হোসেনকে বাড়িতে পাওয়া যায়নি। আলতাফ হোসেন স্ত্রী আমেনা বেগম বলেন, আমাদের চলাচলের জন্য রাস্তা অবরুদ্ধ হয়েছে, তাই তাদের ঘরটি ভাংচুরের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে চলা এবিরোধে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের প্রতিপক্ষরা কয়দিন পরপর সালিশ দরবার আনে। তারাও ঠিকমতো মানছেনা, তাই সমাধানও হচ্ছেনা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশ কয়েকজন বলেন, আলতাফ হোসেন ও জাকির হোসেন একটু দুষ্টু প্রকৃতির লোক। তারা বড় ভাইকে অন্যায়ভাবে হয়রানী করে আসছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. লিটন বলেন, মো. মোশারফ হোসেন ভূঁইয়ার অভিযোগ সত্য, তার এ দুই ভাইদের দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমআর/সব
শিরোনাম
শেষ জীবনে মাথা গোঁজার ঠাঁই রক্ষার্থে দ্বারে দ্বারে ঘুরছেন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের পরিবার
-
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি - আপডেট সময় : ০৬:৩০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- ।
- 70
জনপ্রিয় সংবাদ
























