হাটহাজারীর আলীপুর এলাকায় মাদকাসক্ত অবস্থায় জনশৃঙ্খলা ভঙ্গের দায়ে তিন যুবককে মোবাইল কোর্টের মাধ্যমে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। অভিযানে তিনজনকে আটক করে আদালতে হাজির করা হলে তাদের দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করা হয়।
দন্ডপ্রাপ্ত আসামীরা হলো- মোঃ রানা, মোঃ মাসুম মিয়া ও হৃদয় চৌধুরী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করছিল তারা। এ ধরনের অভিযান ভবিষ্যতে চলমান থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট।
এমআর/সব
শিরোনাম
হাটহাজারীতে মোবাইল কোর্টে তিন যুবকের দণ্ড
-
হাটহাজারী প্রতিনিধি - আপডেট সময় : ০৬:১৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- ।
- 149
জনপ্রিয় সংবাদ
























