চট্টগ্রামের হাটহাজারীতে ৮ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। হাটহাজারী পৌরসভার আলমপুর আদর্শ গ্রামের আলিপ এগ্রো ফার্মের পাশে জালে আটকে পড়া থেকে মঙ্গলবার (১৭ জুন) বিকাল ৫টার দিকে এ অজগর সাপটি উদ্ধার করেন ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য ও চট্টগ্রামের প্রতিনিধি রেজাউল করিম রাকিব ও তার সহযোগী রাজু মাহমুদ।
রাকিব হোসেন জানান,উদ্ধার করা সাপটি লম্বায় ৮ফুট এবং ওজনে দশ কেজি। সাপটি অসুস্থ্য বা আঘাত প্রাপ্ত হলে চিকিৎসা দেওয়া হতো, উদ্ধারের পর সুস্থ্য থাকায় বন বিভাগের কর্মকর্তা হাটহাজারী রেঞ্জার সাইফুল ইসলামের মাধ্যমে জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।
রেজাউল করিম রাকিব ওয়াইল্ড লাইফ এন্ড স্নেক রেসকিউ টিম বলাদেশের সদস্য ও চট্টগ্রামের প্রতিনিধি। তিনি বিগত সাড়ে চার বছর ধরে চট্টগ্রামে সাপ উদ্ধারে সহায়তা করে আসছেন।
এমআর/সব
শিরোনাম
হাটহাজারীতে ৮ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধার
-
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৪০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
- ।
- 132
জনপ্রিয় সংবাদ
























