পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামং প্রতিযোগিতা ২০২৫’-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ রাসেল আল আহম্মেদ। অনুষ্ঠানে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান ড. আবদুর রহিমের সভাপতিত্ব করেন।
সকাল নয়টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। উদ্বোধনের সময় তিনি বলেন, ‘এই প্রতিযোগিতায় তোমরা অংশগ্রহণ করতে পেরেছে, এ জন্য তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। তোমাদের মাধ্যমেই এ দেশ-জাতি এগিয়ে যাবে। ভালোভাবে শিখতে হবে এবং তোমরাই এ দেশের ভবিষ্যৎ গড়বে। তথ্য প্রযুক্তির উদ্ভাবনের মধ্য দিয়েই আমরা এগিয়ে যেতে পারব। আজ তোমরা সর্বোচ্চ ভালোটা না পারলেও, আগামীকাল চেষ্টার মাধ্যমে অবশ্যই পারবে।’
এরপর প্রোগ্রামিং প্রতিযোগিতা, দাবা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং সাইবার সিকুরিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর সেমিনার অনুষ্ঠিত হয়।
দুপুর সাড়ে বারোটায় প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় এবং পুরস্কার দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন স্কুল হতে আগত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণে সময় তিনি বলেন, ‘তোমরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই বাংলাদেশ। তোমাদের উপরই বাংলাদেশ নির্ভর করছে। তিনি বলেন, মেধা বিষয়টি আপেক্ষিক। তোমাদের ভালো করতে হলে চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমাদের সুযোগ তৈরি করতে হবে এবং ভাষা শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। দেশের অগ্রগতি ও উন্নয়নে তোমাদের হাল ধরতে হবে। তিনি স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের সামনে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এবং বিল গেটসের প্রতিষ্ঠিত হওয়ার গল্প তুলে ধরেন।’
প্রতিযোগিতায় পাবনা ও সিরাজগঞ্জের বিভিন্ন মাধ্যমিক স্কুলের প্রায় চারশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সরকারের আইসিটি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এই পাবনা অঞ্চলে এই প্রতিযোগিতার সহযোগি হিসেবে ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ।
























