বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে কেউ বিনা চিকিৎসা মারা যাবে না। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিউ ইয়র্ক স্টেট শাখার আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ আয়োজনের সহযোগিতায় ছিল নিউ ইয়র্ক উত্তর শাখা বিএনপি এবং নিউ ইয়র্ক দক্ষিণ শাখা বিএনপি।
সংবর্ধনা সভায় ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, “ইনশাআল্লাহ জনগণ যদি বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয় তাহলে বিনা চিকিৎসায় কারো মৃত্যু হবে না। প্রাথমিক স্বাস্থ্য সেবা ব্যবস্থা উন্নত করে রেফারেল সিস্টেমের আওতায় সকল নাগরিকের চিকিৎসা নিশ্চিত করা হবে।”
তিনি বলেন, “আমাদের নেতা জনাব তারেক রহমান ইতোমধ্যে রাষ্ট্র মেরামতের কাঠামো তৈরি করেছেন। এই ধ্বংসপ্রাপ্ত দেশ মেরামত বিএনপির একার দায়িত্ব হতে পারে না। সবাইকে নিয়ে কাজটি করতে হবে। আর এই কারণেই গণতন্ত্রে বিশ্বাসী সকল দলের সাথে মিলে তিনি ৩১ দফার রাষ্ট্র মেরামতের কাঠামো প্রণয়ন করেছেন। এই ৩১ দফায় যেমন সংবিধানসহ রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কারের দিক নির্দেশনা আছে, তেমনি বিভিন্ন খাত, যেমন স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, কৃষি, শিল্পের উন্নয়নেরও দিক নির্দেশনা আছে।”
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আতিকুল্লাহ অলিউর রহমান। সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন নিউ ইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইয়েদুর রহমান সাঈদ। এই সংবর্ধনা সভার বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আব্দুল লতিফ সম্রাট। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজা, নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, নিউইয়র্ক উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী।
সভায় বক্তারা আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতি গুরুত্ব প্রদান করেন।
























