কক্সবাজারের ঈদগাঁওতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে চুরি- চামারি। মাদক সেবীদের উৎপাত তো আছেই। বর্ষাকাল অব্যাহত থাকায় বিভিন্ন স্থানে চোরের দল হানা দিচ্ছে। তাদের আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না গৃহপালিত পশুও। সর্বশেষ উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ায় অটবি ফার্নিচারের গুদামে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল নিয়ে গেছে লক্ষাধিক টাকার মূল্যবান যন্ত্রাংশ। তালা ভেঙ্গে চোরেরা জাল আলমিরায় রক্ষিত এসব যন্ত্রাংশ চুরি করেছে বলে জানান গুদামের ভূক্তভোগী মালিক।
মোঃ ওমর ফারুক নামের ওই মালিক বলেন, তিনি আট/ নয় মাস পূর্বে ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ার করিম সিকদারের কলোনিতে অটবি ফার্নিচারের একটি গুদাম স্থাপন করেন। সেখানে একজন মিস্ত্রি এবং একজন জোগালির সমন্বয়ে কার্যক্রম পরিচালিত হতো। বিরামহীন বৃষ্টির রাতে চোরের দল তার এ গুদামে হানা দেয় । তারা তিনটি ড্রিল মেশিন, একটি হিট মেশিন, একটি গ্র্যান্ডার মেশিন, অটবির একটি বোর্ড মেশিন, কয়েকটি হাতুড়ি, সাউন্ড বক্স সহ সংশ্লিষ্ট সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। এতে তার অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। গুদামের এ মালিক ঈদগাঁও বাজারের ডিসি রোডে ছাগল বাজার এলাকায় দুইটি ফার্নিচারের দোকান করেন।
ভূক্তভোগী ফারুক আরো জানান, এ গুদামে তার নিয়োজিত মিস্ত্রি জাহেদুল ইসলাম এবং যুগালি জিয়াউর রহমান অটবি ফার্নিচার তৈরীর কাজ করতেন। চুরির এ ঘটনাটি স্থানীয় মেম্বার জয়নাল আবেদীন তদন্ত করছেন বলে জানা গেছে। তবে
এ ঘটনায় স্থানীয় কয়েকজনকে গুদাম মালিক সন্দেহ করলেও প্রমাণ না পাবার আগে তা নিশ্চিত করতে চাননি।
এমআর/সব
শিরোনাম
ঈদগাঁওতে বাড়ছে চোরের উপদ্রব
-
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি - আপডেট সময় : ০৭:০০:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
- ।
- 349
জনপ্রিয় সংবাদ
























