চাঁদপুরের ফরিদগঞ্জে সিএনজি অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ দীর্ঘদিনের। বিষয়টি স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষের জন্ম দেয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা রাজিয়ার নজরে এলে গতকাল শুক্রবার (২০ জুন) সন্ধ্যার পর ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন তিনি।
অভিযানে ইউএনওর সঙ্গে ছিলেন ফরিদগঞ্জ থানা পুলিশ ফোর্স ও সেনাবাহিনীর সদস্যরা। তারা যাত্রী সাধারণের অভিযোগ শুনে, সিএনজি মালিক ও চালকদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর নির্দেশনা দেন। চাঁদপুর-ফরিদগঞ্জ রুটে ভাড়া নির্ধারিত হয়েছে ৫০ টাকা, চাঁদপুর লঞ্চঘাট থেকে ফরিদগঞ্জ পর্যন্ত সর্বোচ্চ ৬০-৭০ টাকা নির্ধারন করেন।
ইউএনও সকল চালক ও মালিকদের স্পষ্টভাবে জানিয়ে দেন—এই নির্ধারিত ভাড়ার বাইরে বাড়তি টাকা নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে উপস্থিত চালক-মালিকরা অতিরিক্ত ভাড়া না নেওয়ার অঙ্গীকার করেন। নারী যাত্রীদের প্রতি সৌজন্যপূর্ণ, ভদ্রোচিত ও মানবিক আচরণ বজায় রাখার জন্য বিশেষভাবে পরামর্শ দেন ইউএনও।
এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফরিদগঞ্জবাসী। স্থানীয়রা বলেন, “এই অভিযান প্রশংসনীয়। তবে এটি নিয়মিত মনিটরিংয়ের আওতায় না আনলে পূর্বের অনিয়ম ফের ফিরে আসবে।
এমআর/সব
























