চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন হাটহাজারীতে দিনভর প্রশাসনিক কর্মসূচিতে অংশ নিয়ে একাধিক উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, ত্রাণ বিতরণ ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
রবিবার (২২ জুন) বেলা ৩টার দিকে তিনি হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার।
সভায় তিনি উপস্থিত কর্মকর্তাদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে দিকনির্দেশনা প্রদান করেন। সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও হাটহাজারী পৌরসভার প্রশাসক মো. নোমান হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
মতবিনিময় সভা শেষে উপজেলা পরিষদের অর্থায়নে সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন তিনি। এরপর যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন এবং কম্পিউটার প্রশিক্ষণার্থীদের কার্যক্রম প্রত্যক্ষ করেন।
পরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের মধ্যে ৪৪ বান্ডিল ঢেউটিন ও ১ লাখ ৩২ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করেন।
পরিদর্শন পর্বে তিনি মেখল ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং চিকনদণ্ডী তহশিল অফিস পরিদর্শন করেন।এর আগে, সকালেই তিনি হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান। সেখানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দিন, শিক্ষকবৃন্দ ও স্কাউট সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। তিনি শ্রেণিকক্ষ পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রধান শিক্ষকের কাছ থেকে।
পরিদর্শন শেষে বিদ্যালয় প্রাঙ্গণে তিনি দুইটি ফলদ বৃক্ষের চারা রোপণ করেন।
বিদ্যালয় পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সহকারী প্রধান শিক্ষক মো. ইলিয়াস প্রমুখ।
দিবসজুড়ে তার এ সফর প্রশাসন, উন্নয়ন এবং সাধারণ জনগণের সঙ্গে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এমআর/সব
শিরোনাম
হাটহাজারীতে বিভাগীয় কমিশনারের একাধিক উন্নয়ন কার্যক্রম উদ্বোধন
-
হাটহাজারী প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৪০:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- ।
- 1174
জনপ্রিয় সংবাদ
























